'সকল ধর্মের মানুষের জন্য কাজ করতে চাই'

রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে জয়ী হলে সব ধর্মের মানুষের জন্য সমান ভাবে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। সোমবার বিকেলে নগরীর চেম্বার ভবনে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
ডালিয়া বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অশুভ শক্তিকে পরাজিত, পরাভূত করে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করছি।আমি তাই চাইবো সিটি নির্বাচনে সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করবেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত নন্দী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি আবুল কাশেম, দিলশাদ ইসলাম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক নিধুরাম অধিকারী, উপ-দপ্তর সম্পাদক আবু সাদাত শাওন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিভূতি-ভূষণ সুমন, রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এএজেড
