বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই মানুষের পাশে থাকতে চাই: ডিবি প্রধান

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান ডিআইজি মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে পুলিশ একাত্তরের মতো প্রতিরোধ করে যাবে। পুলিশ সব সময় জনসাধারণের পাশে থেকে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে যাবে। যারা আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন সময়ে ২৩ বছর কারাবন্দী ছিলেন এবং তিনি ন্যায়ের পক্ষে যুদ্ধ করে গেছেন। আমরা তার আদর্শ নিয়েই মানুষের পাশে থাকতে চাই।
রবিবার (১৮ ডিসেম্বর) কিশোরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক আবদুল কাহার আকন্দসহ জেলার ৩৫ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এম এ আফজল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামালুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আসাদ উল্লাহ, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ ফরহাদ প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. জিল্লুর রহমান বলেন, পুলিশ সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। পুলিশ হতে গেলেও বিশেষ গুণাবলির অধিকারী হতে হয়। মুক্তিযুদ্ধের সময় ভারতের সহায়তায় বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। ভারত বাঙালির পাশে না থাকলে হয়তো বাঙালি জাতি স্বাধীনতার মুখ দেখতে পারত না।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোস্তাক সরকারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সুশীল সমাজের ব্যক্তিরা, অন্যান্য মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে জেলা পুলিশ ক্রিকেট টিমের নেট প্র্যাকটিস পিচের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। এরপর জেলা পুলিশ একাদশ বনাম পৌরসভা একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে পৌরসভা একাদশ ২-১ গোলের ব্যবধানে জয় পায়।
এসজি
