মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করতে ২ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ!
কক্সবাজারে মুক্তিযোদ্ধা হিসেবে সাবেক এমপির নাম গেজেটভুক্ত করতে ২ লাখ টাকা ঘুষ দাবি করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার- এমন একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে।
টেকনাফ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ সাবেক সংসদ সদস্য প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আলীর ছোট সন্তান তারেক রহমান রনির কাছ থেকে এ টাকা দাবি করেছেন বলে জানা গেছে।
অডিওতে ফোনের এক প্রান্ত থেকে একজন প্রশ্ন করছেন, মুক্তিযোদ্ধা হিসেবে নাম লিখাতে কত টাকা খরচ হবে। অপর প্রান্ত থেকে আরেকজন বলছেন, দুই লাখ টাকার মতো।
অডিওতে শোনা যায়, রনি তার প্রয়াত বাবা সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না পাওয়ার বিষয়ে জানতে চান। উত্তরে কমান্ডার জহির আহমদ একজনের সঙ্গে যোগাযোগ করতে বলেন। মুক্তিযোদ্ধার স্বীকৃতির সার্টিফিকেট নিতে দুই লাখ টাকা খরচ হওয়ার দাবি করেন।
তারেক রহমান রনি তার ফাঁস হওয়া অডিও তার সঙ্গে মুক্তিযোদ্ধার কথোপকথন বলে স্বীকার করেছেন। তিনি বলেন, তার বাবা অধ্যাপক মোহাম্মদ আলী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। রাজারকাররা তার বাবাকে হত্যা করতে গিয়ে নামের মিল থাকায় আরেকজনকে হত্যা করে। কিন্তু এত বছর হয়ে গেলেও তার বাবা প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আলী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি।
তিনি আরও বলেন, টেকনাফের মুক্তিযোদ্ধাদের কাছে এ নিয়ে বহুবার তার পরিবার ধরনা দিয়েছেন। কিন্তু তারা সার্টিফিকেট পেতে ঘুষ দাবি করে আসছেন। কক্সবাজারে স্বীকৃতি পাওয়া নতুন মুক্তিযোদ্ধাদের অনেকেই ঘুষ দিয়ে সার্টিফিকেট নিয়ে এসেছেন।
নতুন গেজেটভুক্ত হওয়া এক মুক্তিযোদ্ধার আরও একটি কল রেকর্ড এই প্রতিবেদকের হাতে আছে। ওই মুক্তিযোদ্ধাও দুই লাখ টাকার বিনিময়ে গেজেটভুক্ত হতে পেরেছেন বলে স্বীকার করেন।
এ ব্যাপারে টেকনাফের মুক্তিযুদ্ধ কমান্ডার জহির আহমদের ফোনে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এসএন