নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে পোশাক নিয়ে কটূক্তির অভিযোগ
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা রহমানের বিরুদ্ধে পোশাক নিয়ে কটূক্তি, অসদাচরণ, দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন এস. তাবাস্সুম রায়হান মুস্তাযীর তামান্না নামে এক কলেজ শিক্ষক।
রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাশিরাম নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা রহমানের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন কাকিনা উত্তর বাংলা কলেজের ইংরেজি বিভাগের ওই শিক্ষক।
সংবাদ সম্মেলনে ওই শিক্ষক বলেন, আমার মা বেগম আমেনা শিরিন মুস্তাযীরের ভোটার আইডি সংশোধন করতে গত ১০ নভেম্বর কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে যাই। সে সময় আমার ওভার কোটের বোতাম খোলা থাকায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আপত্তিকর মন্তব্য করেন। এতে ওই কর্মকর্তা বাংলাদেশ সংবিধানের আর্টিকেল ৩৯ এর অবমাননা ও আমার সম্মানহানী করেছেন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সঙ্গে দেখা করে মৌখিক অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি।
সংবাদ সম্মেলনে ওই নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কর্মকর্তার শুভদৃষ্টি কামনা করেন এস. তাবাস্সুম রায়হান মুস্তাযীর তামান্না।
তবে কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই কলেজ প্রভাষকের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ নেই। তার মায়ের আইডি কার্ড সংশোধন করেও দিয়েছি। কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ তা আমার বোধগম্য নয়।
এসএন