বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতারা।
শনিবার (১৭ ডিসেম্বর) নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুর রহমান লিটন নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
গেল ২৯ নভেম্বর বিকেল পৌনে পাঁচটার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সদস্য রেমন আরেং, জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন) হাবিবা রহমান খান, নেত্রকোনা পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি এবং নেত্রকোনা সদরের পৌর মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।
দলীয় সূত্রে জানা যায়, নতুন সভাপতি মো. আমিরুল ইসলাম আগের কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। আর সাধারণ সম্পাদক শামছুর রহমান সাংগঠনিক সম্পাদক ছিলেন। নতুন কমিটিতে তাঁদের মেয়াদ হবে তিন বছর।
প্রসঙ্গত নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি। শহরের মোক্তারপাড়া মাঠে ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের তখনকার সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। ওই সম্মেলনে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. মতিয়র রহমান খানকে সভাপতি ও মো. আশরাফ উদ্দিন খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এবারের নতুন কমিটিতে ছয়জন সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে আটজন পদপ্রত্যাশী ছিলেন।
এমএইচ/এএস
