বরিশালে গুঁড়িয়ে দেওয়া হলো তিনটি ইটভাটা
অনুমোদন না থাকায় এবং সনাতন পদ্ধতিতে ইট প্রস্তুত করায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বরিশাল বিভাগীয় পরিচালক মো. আব্দুল হালিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক এর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের কর্মকর্তাসহ পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি দল অংশ নেয়।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের টু স্টার ব্রিকস, এইচ অ্যান্ড এইচ ব্রিকস,ওয়ান নিপা ব্রিকস সরকারের অনুমতি ছাড়া ড্রাম চিমনি দিয়ে ভাটা পরিচালনা করে আসছিল। তাদের ৩টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া সকল কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়।
এদিকে একই গ্রামের অপর ৩টি জিগজ্যাগ পদ্ধতির ইট ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে টাটা ব্রিকসকে ২ লাখ টাকা, মেঘনা ব্রিকসকে ১ লাখ টাকা এবং নিপা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সম্পর্কে বরিশাল বিভাগীয় পরিচালক মো. আব্দুল হালিম বলেন, ‘পরিবেশ অধিদপ্তর আইন অমান্য করে সনাতন পদ্ধতিতে ৩টি ইটভাটায় অবৈধভাবে ইট প্রস্তুত করে আসছিল। পরিবেশের ভারসাম্য রক্ষায় ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।’
এসটি/এএন