রসিক নির্বাচনে উন্নয়নে মার্কা নৌকায় ভোট চাই
রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে উন্নয়নের মার্কা নৌকা মার্কায় একটি করে ভোট চেয়ে নগরবাসীর কাছে। তিনি মেয়র হলে রংপুর সিটি কর্পোরেশনকে ঢেলে সাজানোর আশাবাদ করেছেন, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নগরীর প্রেসক্লাব এলাকায় গনসংযোগে এসে সাংবাদিকদের এ কথা বলেন এই মেয়র প্রার্থী।
গনসংযোগকালে মেয়র প্রার্থী ডালিয়া বলেন, আধুনিক ও মডেল সিটি করর্পোরেশন গড়তে রংপুরে একজন নৌকার জন প্রতিনিধি প্রয়োজন। তাই উন্নয়নের স্বার্থে নগরবাসীকে এবার নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান।
তিনি শনিবার সকাল ১১ টায় গনসংযোগ শুরু করেন, নগরীর জাহাজ কোম্পানী,বই দোকান স্টেশন রোড,হাড়িপট্টি বাজার, তালপট্টি, চাউল আমোদ রোড বাটার গলির, সিংগার গলি পায়রাচত্বর,ক্ষত্রিয় পূজা মন্ডপ এলাকায় এর পরে কেন্দ্রীয় নেতাদের সহ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রংপুর সিটি কর্পোরেশনের নৌকা মার্কার প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়ার নির্বাচনী প্ররোচনার জন্য গনসংযোগ পথ সভা যোগ দিতে রংপুরে এসেছেন। দুপুরে গনসংযোগ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা। নগরীর টেক্সটাইল মিলস মোড় হতে পার্বতীপুর এলাকা বাজার ও বউবাজারে গন সংযোগ শেষে পথসভা করেন।
এসময় উপস্থিত ছিলেন তাঁতিলীগের কেন্দ্রিয় কমিটিন যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাইদুল ইসলাম আলমঙ্গির, তাঁতিলীগের কেন্দ্রিয় সদস্য সাহেদ ফারুক,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি আবুল কাশেম, দিলশাদ ইসলাম মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক নিধুরাম অধিকারী, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রাহেল, জলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এএজেড