মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পূর্ব এনায়েত নগরের সমিতির হাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী দুই জন গুরুতর আহত হয়েছে। নিহত মুক্তিযোদ্ধা সমিতির হাট কালাই সরদারের চর এলাকার বাসিন্দা। কালকিনি সাস্থ কম্পলেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতির একটি মোটরসাইকেল কালকিনির দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা বীরমুক্তিযোদ্ধা মামুন আল রশীদ (৭০) নামে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহন হন ওই মুক্তিযোদ্ধা। এছাড়া মটরসাইকেলে থাকা তোফাজ্জল হাওলাদার ও ইমরান খান নামে দুই মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক আহত মুক্তিযোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে বরিশাল নেয়ার পথে বীর মুক্তিযোদ্ধা মামুন আল রশীদ (৭০) মারা যান।
নিহত মুক্তিযোদ্ধার ছেলে সাকিবুল ঢাকা প্রকাশকে বলেন, আমার বাবা রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন হঠাৎ করে এই ঘাতক মোটরসাইকেল চালক আমার বাবার শরীরের উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে আমার বাবা নিহত হন। আমি এ হত্যার বিচার চাই এছাড়া পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শামিম হোসেন ঢাকা প্রকাশকে বলেন, সড়ক দূর্ঘটনায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
এএজেড
