'সংঘাত করতে চাইলে কেউ মাঠে টিকবে না'
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে কেউ সংঘাত করতে চাইলে মাঠে টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, আমি মনে করি যে ২৭ ডিসেম্বর যে নির্বাচনটা হবে তা উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হবে। লাঙ্গল প্রতিক বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে। এখন ব্যবধানটা কত হবে সেটা আমি বলতে পারছিনা।
ইনশাআল্লাহ আমরা মনে করি আল্লাহর যদি রহমত থাকে কোনো ধরনের বালা মছিবত না আসে, তাহলে গণমানুষ প্রায় রায় দিয়ে দিয়েছেন। আমরা মনে করি আমাদের ভোটের রেজাল্টা অত্যান্ত পজেটিভ হবে। আমরা সকলে মিলে নির্বাচনী পরিবেশটা ঠিক রাখতে চাই। আচারণ বিধি মেনে নির্বাচনটা করতে চাই।
বিষয়গুলো প্রত্যেকটা প্রার্থী যদি ঠিক রাখি তাহলে সুন্দর একটা নির্বাচন করা সম্ভব হবে। গতকাল শনিবার নগরীর জেলা পরিষদ সুপার মার্কেট, নবাবগঞ্জ বাজার, নিউ মার্কেট ও মিনি মার্কেটসহ বিভিন্ন মার্কেটে লাঙ্গল মার্কার গণসংযোগে জাপার মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ সব কথা বলেন।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমাদের কাছে তো নির্বাচনী আইন ও বিধিপত্র আছে, সেগুলো মেনেই আমরা নির্বাচন পরিচালনা করছি। ৮জন নেতা-কর্মী বের হয়েছি গণসংযোগ করার জন্য। কোথাও গণসংযোগ করতে গেলে স্থানীয় লোকজন ভিড় করছে।
জাপা প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আনা প্রসঙ্গে তিনি বলেন, ছোটখাটো ব্যাপার নিয়ে অভিযোগ করা ঠিক না। সবাই মিলে আমরা একটা ভাল ভোট করতে চাই। কিন্ত গত তিনদিনে সবাই মিলে আমার বিরুদ্ধে ১০টি অভিযোগ করেছে।সকল প্রার্থী শুধু আমার বিরুদ্ধে অভিযোগ করছে তাহলে বোঝেন ব্যাপারটা। ভোটারদের গণজোয়ার দেখে অন্য প্রার্থীরা হতাশ।তারা লাঙ্গলের অগ্রযাত্রাকে ব্যাহত করতে এসব করছে।এবারের ভোটে গত নির্বাচনের চাইতে ভোটের ব্যবধান আরো বাড়বে বলেও জানান তিনি।
এ সময় উপস্তিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম,ইয়াসির,সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক,নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক এডভোকেট সৈয়দ ফারুক আলম,মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফসহ জাতীয় পার্টির নেতা কর্মিরা।
এএজেড