কৃষকরা জাতির মেরুদণ্ড: মন্ত্রী বীর বাহাদুর
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, কৃষকরা জাতির মেরুদণ্ড। দেশের ১৮ কোটি মানুষের অন্নের যোগানদাতা কৃষক। সরকার কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। বঙ্গবন্ধু স্বাধীনতার পরে কৃষকদের কল্যাণে অনেক কার্যক্রম গ্রহণ করেছিলেন।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটরিয়ামে জেলার বিভিন্ন উপজেলার কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কৃষক সমবায় সমিতির মাঝে কৃষি সরঞ্জাম প্রদান, প্রণোদনা, সার ও বীজ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন পরিস্থিতি মোকাবেলা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সব ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। এক সরকার এতিমদের টাকা লুটপাট করে খায়। আরেক সরকার প্রধান দেশ কীভাবে ডিজিটাল হবে, দেশ কীভাবে সমৃদ্ধিশালী হবে সেই চিন্তা করে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। শান্তি আছে বিধায় আমরা এক সঙ্গে এক জায়গায় এখন জড়ো হতে পারি। শান্তি চুক্তির আগে এই পরিবেশ ছিল না। প্রধানমন্ত্রীর কারণেই শান্তি চুক্তির পরেই পাহাড়ে এত উন্নয়ন।
এ সময় পার্বত্য জেলার মাতামুহুরি এবং সাঙ্গু নদীর দুই তীরকে আবাদে আনার জন্য কৃষি বিভাগকে নির্দেশ দেন তিনি।
আলোচনা সভা অনুষ্ঠান শেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জিআর খাত থেকে ৩১ জনকে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। আর বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে ৩০ জনকে মোট ৫ লাখ ১৫ হাজার টাকা অনুদানের প্রদান করা হয়। এ ছাড়াও ২৯টি পাওয়ার টিলার, ১৩টি সেচ পাম্প, ৫৩টি ফুট পাম্প এবং ৩৪টি স্প্রে মেশিন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
এসআইএইচ