ছাত্রলীগের নেতা হতে দিতে হচ্ছে পরীক্ষা
রংপুরের কাউনিয়া উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগে সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে আসতে চাওয়া পদ প্রত্যাশিদের নেতা হওয়ার আগে ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় বসতে হচ্ছে। রংপুরের কাউনিয়া উপজেলার কাউনিয়া কলেজে প্রথম পরীক্ষা নেয়া হয়। আগামীকাল শনিবার বিকালে পরীক্ষা নেয়া হবে পীরগাছা উপজেলা। পর্যায়ক্রমে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপিত এস এম সাব্বির আহমেদ।নেতা হতে এবং বানাতে এমন ব্যতিক্রমি কার্যক্রমে বেশ প্রশংসা কুড়াচ্ছে ছাত্র সংগঠনটি।
সংশ্লিষ্টরা জানান, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক পদে ৪১ জন পদ প্রত্যাশী পরীক্ষায় অংশ নেন। ৫০ নম্বরের লিখিত এই পরীক্ষার জন্য সময় দেয়া হয়েছিল ৩০ মিনিট। পরীক্ষার হলের দায়িত্বে ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি সহ ৬ নেতা। সেই পরীক্ষার খাতা এখনো কাটা হয়নি, দেয়া হয়নি রেজাল্ট। প্রক্রিয়া অব্যহত রয়েছে।
পরীক্ষায় অংশ নেয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ প্রত্যাশী মোস্তফা মনির আনছারী বলেন, আমি সাধারন সম্পাদক পদ প্রত্যাশি। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করি। এই সংগঠনটি একটি মেধাবীদের সংগঠন কিন্তু অনেকেই নেতা হতে চায়। তাই পরীক্ষা পদ্ধতিটি অনেক ভালো হয়েছে। যারা মাঠে ভালো করবে পরীক্ষায় ভালো করবে তারাই নেতা হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, কাউনিয়া উপজেলায় আমাদের কর্মী সভা ছিল। অনেকেই পদ পেতে আগ্রহী ছিলেন। সে কারণে, কর্মী সভা শেষে তাদের জীবন বৃত্তান্ত আমরা গ্রহণ করি। এরপর 'কারাগারের রোজনামচা' ও 'বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী' এই দুইটি বই থেকে প্রশ্ন করে তাদের পরীক্ষা নেয়া হয়।
সাব্বির বলেন,বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানতে হবে, পড়তে হবে।এই পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে। আগামীতেও এই প্রক্রিয়া অব্যাহত রাখবো। রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, আমরা শুরু করলাম। জেলার সব ইউনিটে আমরা এভাবে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করব।
রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু বলেন, রংপুর জেলা ছাত্রলীগ যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবী রাখে। আমার মনে হয় মধ্যে দিয়ে অভিজ্ঞ এবং ব্যক্তিগুনাবলী সম্পন্ন নেতা বেছে নেওয়া যাবে।
এএজেড