নাসিক নির্বাচন
শামীম নামলে আচরণবিধি লঙ্ঘন হবে: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিবার্চনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সমর্থন দেওয়া সাংসদ শামীম ওসমান কাজ করলে আচরণবিধি লঙ্ঘন হবে জানিয়েছেন আইভী নিজেই। একই সঙ্গে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুর আলম খন্দকারের নেতা-কর্মীদের পুলিশ গ্রেপ্তারে তিনি কোনো প্রভাব বিস্তার করছেন না বলেও জানান।
মঙ্গলবার সকালে শহরের খানপুর পোলস্টার ক্লাব এলাকায় গণসংযোগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে আইভী বলেন, ‘তিনি (শামীম ওসমান) কি করবেন সেটি আমি জানি না। আর তিনি মাঠে থাকবেন কী করে? তিনি না একজন সংসদ সদস্য। আচরণ বিধি তো লঙ্ঘন হবে তিনি যদি মাঠে থাকেন।’
‘শামীম ওসমানের ঘোষণায় আপনি আস্থা ফিরে পেয়েছেন?’-এমন এক প্রশ্নের জবাবে আইভী বলেছেন, ‘আমার আস্থা সবসময় ছিল আমার নেত্রী শেখ হাসিনার উপরে। আমার আস্থা আছে আমার দল আওয়ামী লীগের প্রতি। আস্থা হলো আমার জনগণ। এর বাইরে আমি কোনো কিছু বলতে চাই না।’
স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার অভিযোগ করছেন সরকার দলীয় প্রার্থী প্রভাব বিস্তার করছে। তার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। নিবার্চনে লেভেল প্লেইং ফিল্ড নাই?
জবাবে আইভী বলেন, ‘আমি কোথাও প্রভাব বিস্তার করি না। আমার এ অভ্যাস নাই। নারায়ণগঞ্জের মানুষ দীর্ঘ ১৮ বছর ধরে চেনে। আমি যা বলি প্রকাশ্যে বলি। আমি হোন্ডা বাহিনীর কথা বলেছি, কিশোর গ্যাংয়ের কথা বলেছি। কিন্তু আমি তৈমুর আলম খন্দকার কাকার কথা বলি নাই। প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না। এখনও পরিস্থিতি ভালো আছে। তিনিও প্রচার চালাচ্ছেন, আমিও চালাচ্ছি। এর বাইরে আমি কিছুই জানি না। জানতে চাইও না।’
নিবার্চন নিয়ে আপনার কোনো শঙ্কা আছে?-এমন প্রশ্নের জবাবে আইভী বলেছেন,‘যে কোনো প্রার্থীর ভেতরে শঙ্কা থাকে। আমি তার বাইরে কেউ না। আমি একজন প্রার্থী। আমি অবশ্যই চাইবো নারায়ণগঞ্জের পরিবেশ যেন সুন্দর থাকে, নিরপেক্ষ থাকে। প্রশাসন যেন সক্রিয় থাকে। আমার ভোটাররা যেন ভোট দিতে যেতে পারে। সেই পরিবেশটা যেন বজায় থাকে।’
আপনার প্রতিপক্ষ শঙ্কার কথা জানিয়েছে?-প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘যে কোনো প্রার্থী শঙ্কার কথা জানাতে পারে। কিন্তু আমি মনে করি পূর্বের ইতিহাস নারায়ণগঞ্জের নিবার্চনগুলো যতোই টানটান থাকুক না কেন ভোটের দিন পরিবেশটা সুন্দর থাকে। মানুষ উৎসবমুখোর পরিবেশে ভোট দিতে যায়। আশা করি এবারও সে রকম একটি পরিবেশ থাকবে।’
এসএইচ/এএন