'মঙ্গা এখন অতীত, কর্মসংস্থান করছে আরএফএল'
রংপুর অঞ্চল থেকে মঙ্গা তাড়িছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কর্মসংস্থানের ব্যবস্থা করছে আরএফএল গ্রুফ। মঙ্গাপীড়িত রংপুরের গঙ্গাচড়া মঙ্গা এখন অতীত। উন্নয়নের ধারাবাহিকতার সঙ্গে আরএফএল বাইসাইকেল ফ্যাক্টরির উদ্বোধনের মাধ্যমে আজ রংপুরে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হলো। বৃহস্পতিবার দুপুরে রংপুরের গঙ্গাচড়ার লালচাঁদপুরে গঙ্গা ফাউন্ড্রি লিমিটেডে দুরন্ত বাইসাইকেল ফ্যাক্টরির উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, স্থানীয় ও রপ্তানি বাজারে চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পর এবার রংপুরের গঙ্গাচড়ায় বাইসাইকেলের একটি কারখানা চালু করলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল। অর্থনৈতিক সংগ্রামে, অর্থনৈতিক মুক্তির মিছিলে আরএফএল গ্রুপ একটি অনন্য নাম। বিশ্বের অনেক দেশে প্রাণ-আরএফএলের পণ্য রপ্তানি করা হচ্ছে। যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী ও আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
প্রাণ-আরএফএল গ্রুপের এক তথ্যে জানাযায়, স্থানীয় ও রপ্তানি বাজারে চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে রংপুরের গংগাচড়ায় বাইসাইকেলের আরো একটি কারখানা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল। বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এক অনুষ্ঠানের মাধ্যমে এ কারখানার উদ্বোধন করেন।
প্রায় ৭০ হাজার বর্গফুটের এ কারখানাটিতে বাইসাইকেল ছাড়াও ফ্রেম, ফর্ক, টায়ার, টিউবসহ সাইকেলের কিছু কম্পোনেট উৎপাদন করা হবে। এ কারখানায় বিনিয়োগ করা হয়েছে প্রায় ৬০ কোটি টাকা। এতে প্রায় ১০০০ মানুষের কর্মসংস্থান হবে।আরএফএল গ্রুপ ২০১৪ সাল থেকে বাইসাইকেল উৎপাদন ও বাজারজাত করে আসছে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরএফএলের বাইসাইকেলের প্রথম কারখানাটি অবস্থিত। বর্তমানে কারখানাটির উৎপাদন ক্ষমতা রয়েছে বছরে আট লাখ পিস।আরএফএলের উৎপাদিত বাইসাইকেল বর্তমানে ইংল্যান্ড, নেদারল্যান্ড, ডেনমার্ক, জার্মানী, অস্ট্রিয়া ও বেলজিয়ামসহ ১৫টি দেশে রপ্তানি করা হয়। তাছাড়া 'দুরন্ত' নামে বাজারজাত হওয়া আরএফএল গ্রুপের উৎপাদিত বাইসাইকেল দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, স্থানীয় ও রপ্তানি বাজারে চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে রংপুরের গংগাচড়ায় আরএফএল গ্রুপ বাইসাইকেলের দ্বিতীয় কারখানা চালু করলো। স্থানীয় বাজারের সকল সাইকেল এখানে তৈরি করা হবে। পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ছয় লাখ পিস। তাছাড়া, এ খাতে দক্ষ জনবল তৈরি এবং দেশের উত্তরাঞ্চলে কর্মসংস্থান তৈরি করার উদ্দেশ্য এ কারখানা স্থাপন করা হয়েছে।
বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের হালকা প্রকৌশল খাত বিকাশ লাভ করেছে। বাইসাইকেলসহ এ খাতের বিভিন্ন ধরনের পণ্যের আমদানি নির্ভরতা কমেছে। শুধু তাই নয়, এ খাতের রপ্তানি আয়ও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করি, খুব শীঘ্রই হালকা প্রকৌশল খাত দেশের রপ্তানি বাণিজ্যে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে এবং এ খাতে সামনে থেকে নেতৃত্ব দিতে চায় আরএফএল গ্রুপ।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এর আগে উপজেলা প্রশাসন কাউনিয়া এর আয়োজনে বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য (চিনি,মশুর ডাল, সয়াবিন তেল) ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তপন কান্তি ঘোষ, সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনোয়ারুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কাউনিয়া, তাহমিনা তারিন, উপজেলা নির্বাহী অফিসার মিঠাপুকুর। এতে সভাপতিত্ব করেন ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর।অনুষ্ঠান শেষ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এএজেড