তাবলিগ জামাতে এসে যুবক নিখোঁজ

নওগাঁর আত্রাইয়ে তাবলিগ জামাতে এসে আনিছুর রহমান নামে এক যুবক সাত দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তার মুঠোফানও বন্ধ আছে। এদিকে সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। এ ঘটনায় গত ৮ ডিসেম্বর আত্রাই থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন আনিছুর রহমানের মা রহিমা বেগম।
নিখোঁজ আনিছুর রহমান (৩২) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবর গ্রামের মো. হিরণ মিয়ার ছেলে।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, নিখোঁজ যুবক আনিছুর ও তার বাবাসহ ১৫ জনের একটি জামাত গত ৫ ডিসেম্বর আত্রাই উপজেলার বড়কলিকাপুর দেওয়ান পাড়া মসজিদে আসে। ৭ ডিসেম্বর বিকালে আনিছুর তার মায়ের কাছে ফোন করে বলেন সে বাড়িতে ফিরে যেতে চায়। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে জামাতের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়লে সবার অজান্তে সে তার ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য মসজিদ থেকে বের হয়। পথে এলাকার স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে দেখা হয়। তারা তাকে এত রাতে কোথায় যাবে জিজ্ঞাসা করলে সে নওগাঁয় যাওয়ার কথা বললে তারা তাকে একটি সিএনজিতে উঠিয়ে দেয়। কিন্তু গত এক সপ্তাহ অতিবাহিত হলেও সে বাড়িতে না ফিরলে তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজন ও আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও সন্ধান পায়নি। পরে তার মা আত্রাই থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
এ বিষয়ে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার ঢাকাপ্রকাশ-কে বলেন, গত ৮ ডিসেম্বর রাতে আনিছুরের মা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। তারপর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। যুবকটির সন্ধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এসআইএইচ
