গাইবান্ধায় বাসচাপায় নিহত বেড়ে ৪

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এরা সকলেই দুর্ঘটনাকবলিত সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রী ছিলেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর-মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার রামজন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের নজল হকের ছেলে অটোরিকশাচালক নরুল ইসলাম (৫০), সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের আ. ছালাম মিয়ার ছেলে শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিএনজিচালিত একটি অটোরিকশা গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে ডাকঘর-মাঝিপাড়া এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী শানেখোদা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
পরে এ দুর্ঘটনায় আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি অটোরিকশাচালক ছিলেন বলে নিশ্চিত করেন চেয়ারম্যান মোসাদ্দির হোসেন।
এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়েছে।
এসআইএইচ
