পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়েছে এবং মাঝ পদ্মায় আটকে আছে দুটি ফেরি।
কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ।
তিনি বলেন, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্টতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পাঁচ ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ২টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
ফেরি চলাচল বন্ধ থাকায় দু প্রান্তেই শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় আছে। ছোট বড় মিলিয়ে মোট ১২টি ফেরি বহরে যুক্ত রাখা হয়েছে বলেও জানান তিনি।
এসএন
