কিশোরগঞ্জের বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা এ কে এম রফিকুল হক। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করেছে। বীর মুক্তিযোদ্ধা এ কে এম রফিকুল হক বীর প্রতীকের বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের পুরাতন কোর্ট রোডে অবস্থিত জোনাকী নীড়। ১৯৫৩ সালের ৮ই জুন তিনি জন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম এ কে এম নূরুল হক,মাতার নাম হাসিনা হক।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বোর্ডের অধীনে যথাক্রমে ১৯৬৮ ও ১৯৭০ সালে বিজ্ঞান বিষয়ে এসএসসি ও মানবিক বিষয়ে এইচএসসি পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ১৯৮০ সালে বি এ (সম্মান) ও ১৯৮১ সালে এম এ (মাস্টার্স) ডিগ্রি লাভ করেন।
মুক্তিযুদ্ধের সময় এ কে এম রফিকুল হকের বয়স ছিলো ১৮ বছর। ১৯৭১ সালের ১৬ এপ্রিল নিজ এলাকা কিশোরগঞ্জ থেকে ভারতে গিয়ে প্রথমে একটি শিবিরে আশ্রয় নেন। কিছুদিন পর তাকে মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ দেওয়ার জন্য নির্বাচন করা হয়। আসামের ইন্দ্রনগরে তিনি প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ চলাকালেই তিনি ৩০ জনের একটি দলের সঙ্গে দেশের অভ্যন্তরে প্রথম অপারেশনে অংশ নেন। তাঁরা সেদিন সিলেটের বড়লেখা চা-বাগানে অবস্থানরত পাকিস্তানি সেনাবাহিনীর একটি দলের ওপর আক্রমণ করে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেন।
প্রশিক্ষণ শেষে রফিকুল হককে ৪ নম্বর সেক্টরের অধীন গণবাহিনীর (মুক্তিযোদ্ধা) একটি দলের কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। জুন মাসে তারা সিলেট-জকিগঞ্জ সড়কের একটি সেতু এবং সিলেটের লাতু রেলস্টেশনের পার্শ্ববর্তী রেলসেতু বিস্ফোরক দিয়ে ধ্বংস করেন। সিলেট-জকিগঞ্জ সড়কে তাদের পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে পাকিস্তানি সেনাবাহিনীর একটি জিপ ধ্বংস হয়। ওই বিস্ফোরণে পাকিস্তানি এক ক্যাপ্টেন ও দুই সেনাও নিহত হয়।
এরপর তারা কালীগঞ্জ বাজারে রাজাকার ক্যাম্পে অতর্কিত আক্রমণ করে ১৭টি রাইফেল ছিনিয়ে নেন। ২১ জুন সরিফপুর বাজারের পার্শ্ববর্তী রেলসেতু ও বরাক নদীর মাটির বাঁধের অংশবিশেষ বিস্ফোরক দিয়ে ধ্বংস করেন। এর ফলে সিলেটের সঙ্গে জকিগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
২৯ জুন তারা জকিগঞ্জের আটগ্রামে অবস্থানরত পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ চালান। তাদের আক্রমণে পাকিস্তানি সেনারা সেখান থেকে পালিয়ে যায়। দুজন জীবিত তাদের হাতে ধরা পড়ে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তিনি ৩ নম্বর সেক্টরে যোগ দেন। ডিসেম্বরের শুরুতে তারা মিত্রবাহিনীর সঙ্গে আখাউড়া আসেন। আখাউড়া যুদ্ধে এ কে এম রফিকুল হক সক্রিয়ভাবে অংশ নেন।
তিনি যুদ্ধশেষে সোনালী ব্যাংকে চাকরি জীবন শুরু করেন। কর্মজীবনে ১৯৭৩ সালের সেপ্টেম্বরের ১৩ তারিখে সোনালী ব্যাংকে ক্লার্ক পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা, প্রিন্সিপাল অফিস এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কাজ করেছেন। সর্বশেষ ৬ জুলাই ২০১২ তারিখে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে প্রধান কার্যালয়ের গভ: একাউন্টস এন্ড সার্ভিসেস ম্যানেজমেন্ট ডিভিশন থেকে অবসর গ্রহন করেন।
এ কে এম রফিকুল ইসলাম সহ পাঁচ ভাইয়ের মধ্যে দুইজন বীর মুক্তিযুদ্ধা এ কে এম মুরশেদুল হক ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম তৌফিকুল হক দেশের জন্য মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
এ কে এম রফিকুল ইসলাম বর্তমানে ঢাকার উত্তরায় স্থায়ী ভাবে বসবাস করছেন। এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক তিনি। ভাইদের সঙ্গে দেখা করতে বছরে কয়েকবার জন্মস্থান কিশোরগঞ্জ আসেন তিনি।
এএজেড