ফেনী মাতিয়ে গেলেন এক ঝাঁক তারকা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফেনী পৌর আওয়ামী লীগের আয়োজনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলো। সোমবার (১০ জানুয়ারি) দিবাগত মধ্যরাত পর্যন্ত ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠান তারুণ্যের গণজোয়ারে ভেসেছে। ফেনীকে মাতিয়ে গিয়েছেন এক ঝাঁক তারকা।
অনুষ্ঠান উপভোগ করতে দুপুরের পর থেকেই ফেনী জেলা ও পাশ্ববর্তী জেলা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়। উপস্থিতির বেশিরভাগ ছিলো তরুণ যুবক। সময় বাড়ার সঙ্গে সঙ্গে শহরের ট্রাংক রোড থেকে কলেজ রোড়, রাজাঝির দিঘীর পাড়সহ আশেপাশের সকল ভবনে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে মঞ্চে আসেন ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের প্রধান চরিত্রে অভিনয় করা ৩ অভিনেতা। এরপর নৃত্য পরিবেশন করেন বাংলা চরিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি, পূর্ণিমা, ফেরদৌস এবং মৌসুমী। পরে গান পরিবেশন করেন হাসান (আর্ক) এবং নগর বাউল জেমস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। এ সময় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান, পুলিশ সুপার আবদুল্লাহ্ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/এএন