উখিয়া ক্যাম্পে গুলাগুলি, ২ রোহিঙ্গা নিহত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় দুইজন রোহিঙ্গা নিহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। তবে এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সাধারণ রোহিঙ্গারা জানায়, ওই ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সদস্যদের উপর হামলা চালায় আরসার লোকজন। এতে উভয় দলে ব্যাপক গুলি বিনিময় হয়। পরে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় দুইজন রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তাদের মধ্যে একজন ক্যাম্প ৮-ই এর বলে জানা গেছে।
এ বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ‘ক্যাম্পে গুলি বিনিময়ের ঘটনায় দুইজন রোহিঙ্গা মারা গেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের পরিচয় নিশ্চিত করতে না পারলেও শনিবার সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বিস্তারিত জানা যায়নি।
এসআইএইচ