মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | ২৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

৯ ডিসেম্বর বিজয় উল্লাসে মেতে ওঠে নেত্রকোনা

আজ ৯ ডিসেম্বর। ১৯৭১ সালের এদিনে হানাদার মুক্ত হয় নেত্রকোনা। মুক্তির আনন্দে সেদিন বিজয় উল্লাসে মেতে ওঠেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা। নেত্রকোনা জেলা শহরে নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্মূতিসৌধে সকালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট অসিত সরকার সজল,মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ তালুকদার, হাওর বন্ধু ইকবাল হোসেন, সম্পাদক মহিউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এর নেতৃবৃন্দ শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

তারপর একটি বণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে আলোচনা সভায় মিলিত হন। ১৯৭১ সালে পাকবাহিনী বাঙালির উপর বর্বর নির্যাতন চালায়। হত্যা করে অসংখ্য নিরীহ মানুষ। লাশ পরে লাশ ফেলে স্তুপ করে নেত্রকোনা জেলার পূর্বধলার জারিয়া, কলমাকান্দার উব্দাখালি, রামপুর, আজগড়া, নাজিরপুর, দূর্গাপুরের বিরিশিরি ও বিজয়পুরে।

এসব জায়গা দেখলে এখনো গা শিউরে উঠে। যুদ্ধে পাক হানাদারদের অত্যাচার ছিল অত্যন্ত নির্মম। জেলায় ৫৯ জন বীর মুক্তিযোদ্ধাসহ শত শত নিরস্ত্র মানুষ পাক বাহিনীর হাতে নিহত হন। সম্ভ্রম হারান অগণিত মা-বোন।

পাক বাহিনীকে রুখতে আমাদের দামাল ছেলেরাও হাত-পা গুটিয়ে বসে থাকেনি। তারা হানাদারদের মোকাবিলা করেছে শক্ত হাতে ও বীরদর্পে। নেত্রকোনার বীর মুক্তিযোদ্ধারা বাঘমারা থেকে মহেষখোলা পর্যন্ত বাঘমারা, রংরা, মহষেখোলা সাব সেক্টর কমান্ডের অধীনে যুদ্ধ করেন।

যেভাবে হানাদার মুক্ত হলো নেত্রকোনা

১ ডিসেম্বর মোহনগঞ্জ থানার বড়তলী গ্রামে পাক আর্মিদের উপর বীর মুক্তিযোদ্ধারা আক্রমণ করেছিলেন। সে আক্রমণে ৩৫ জন পাকসেনা নিহত হয়েছিল। পরদিন দুই ডিসেম্বর পাকবাহিনী বড়তলী গ্রামে অগ্নিসংযোগ করে অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেয়।

৩ ডিসেম্বর ঝাঞ্জাইল বিরিশিরি রাস্তায় বীর মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর একটি ট্রাকের ওপর আক্রমণ করেন। সে সময় ছয় জন পাকসেনা নিহত হয়।

এই দিনে দূর্গাপুরের বিজয়পুরে পাকসেনাদের ক্যাম্পে বীর মুক্তিযোদ্ধারা বীরত্বের সঙ্গে আক্রমণ করেন। সে আক্রমণ একনাগাড়ে ছয় ডিসেম্বর পর্যন্ত চলেছিল। ছয় ডিসেম্বর পাকবাহিনী বিজয়পুর থেকে পালিয়ে দূর্গাপুরে চলে আসে। এই দিন বীর মুক্তিযোদ্ধারা বিজয়পুর ক্যাম্প দখল করে নেন। সাত ডিসেম্বর পাকবাহিনীরা দূর্গাপুর থেকে পালিয়ে যায়। স্বাধীন হয় দূর্গাপুর।

৮ ডিসেম্বর একে একে নেত্রকোনার প্রত্যেক থানা মুক্ত হয়ে যায়। পাকবাহিনীরা অনেক থানা ছেড়ে চলে যায়। তারা নেত্রকোনা শহরে আশ্রয় নেয়। নেত্রকোনাকে মুক্ত করতে তখন বীর মুক্তিযোদ্ধারা মরিয়া হয়ে ওঠেন। এক পর্যায়ে নয় ডিসেম্বর ভোরে তারা আক্রমণ করেন পাক আর্মিদের উপর। এসময় শুরু হয় সম্মুখ যুদ্ধ। সে যুদ্ধ চলে ৫/৬ ঘন্টা। এ যুদ্ধে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা আবু খাঁ, আব্দুস সাত্তার ও আব্দুর রশিদ।

৯ ডিসেম্বর রাতে নেত্রকোনা মুক্ত হয়। জয় বাংলা ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্মিত হয়। হানাদারদের ঘাঁটিতে উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ জানান, ৯ ডিসেম্বর নেত্রকোনা জেলার জন্য এক ঐতিহাসিক দিন।এই দিনে নেত্রকোনা জেলা হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়।প্রতি বছর তা পালন করে আসছে। এটি গৌরবের , মহিমান্বিত।

সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন বলেন,এ দিবসের মর্যাদা ধরে রাখতে হবে। বিভিন্ন অনুষ্ঠানে এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই দিনে শহীদরা আমাদের ভাই। ভাইয়ের রক্তের দাগ অন্তর থেকে শুকায় নাই। আমরা সবাই মিলে তার মর্যাদা রক্ষা করবোই।
এএজেড

Header Ad
Header Ad

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার

রদ্রিগো দুতার্তে। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নির্দেশে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দেশটির রাজধানী ম্যানিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে মঙ্গলবার ম্যানিলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত মাদকবিরোধী যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে এবং এরপরই তাকে আজ গ্রেপ্তার করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এই যুদ্ধে হাজার হাজার ফিলিপিনোকে বিনাবিচারে হত্যা করা হয়েছে।

এদিকে ফিলিপাইন সরকার জানিয়েছে, হংকং থেকে ফিরে আসার পর রদ্রিগো দুতার্তেকে ম্যানিলার বিমানবন্দরে আটক করা হয়।

অন্যদিকে পৃথক এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পর ফিলিপাইনের পুলিশ রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করে। সাবেক এই প্রেসিডেন্ট এখন (পুলিশ) হেফাজতে রয়েছেন বলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী রদ্রিগো দুতার্তে ২০২২ সালে প্রেসিডেন্টের ক্ষমতা ছেড়ে দেন এবং তিনি ফিলিপাইনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের একজন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এতোদিন আপেক্ষিক দায়মুক্তি ভোগ করেছেন।

Header Ad
Header Ad

মধ্যরাতে পল্লবী থানায় ঢুকে যুবকের অতর্কিত হামলা, ওসিসহ আহত ৩

পল্লবী থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী থানায় ঢুকে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবকের হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী যুবকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মো. নাসির।

এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাত ২টার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় আসে। এরপর সে বলে এই এলাকায় একটি মার্ডার হয়েছে। উত্তরে আমি বলি, বিষয়টি আমার জানা নেই। এরপর ওই যুবক বলে আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে।

তিনি আরও বলেন, পরবর্তীতে ওই যুবককে নিয়ে আমি ডিউটি অফিসারের রুমে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও ছিল। তারাও বলেন এরকম ঘটনা তাদের জানা নেই।

ওসি নজরুল ইসলাম বলেন, এরপর ওই যুবকের পরিচয় জানতে চাইলে সে অনিচ্ছা প্রকাশ করে। পরে আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে সে অতর্কিতভাবে আমাকে কিলঘুষি মারতে থাকে। তখন এএসআই নাসির ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেয়। বাদ যাননি সেকেন্ড অফিসার শরিফুল ইসলামও। তার কপালেও ওই যুবক ঘুষি মারে।

তিনি বলেন, এমন অবস্থায় আমরা ওই যুবককে আটক করি। আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে জানায়, তারা গাজীপুর থেকে ঘুরতে এসেছে। পরে আমরা ওই তিনজনকেও থানায় নিয়ে আসি।

ওসি বলেন, হামলাকারী ফাহিমের বাড়ি গাজীপুরে বলে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, এ ঘটনার পর আমরা তিনজন কুর্মিটোলা হাসপাতালে যাই। সেখানে এএসআই মো. নাসিরের হাত এক্সরে করে দেখা যায় তার আঙুলটি ভেঙে গেছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Header Ad
Header Ad

সাভারের পাওয়ার গ্রিডের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সাভারের পাওয়ার গ্রিডের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম।

জানা যায়, সকাল সোয়া ৭টার দিকে লাগা ওই আগুন সকাল সোয়া ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, আনসার ও র‍্যাবের সদস্যরা সহযোগিতা করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম বলেন, সকাল সোয়া ৭টার দিকে ওই পাওয়ার গ্রিডে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রথমে সাভার ও ট্যানারি ফায়ার স্টেশন থেকে মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় আশপাশের স্টেশন থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার
মধ্যরাতে পল্লবী থানায় ঢুকে যুবকের অতর্কিত হামলা, ওসিসহ আহত ৩
সাভারের পাওয়ার গ্রিডের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সীমান্তে দশ বছরে ৩০৫ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ: এইচআরএসএস
হাসিনার সময়ে মানুষের নামাজ পড়ারও অধিকার ছিল না: আব্দুস সালাম পিন্টু
বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন মারা গেছেন
এমবিবিএস-বিডিএস ছাড়া ডাক্তার পদবি নয়: এনডিএফ
সাভারে পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
সালমান এফ রহমানের লন্ডনের সম্পদ জব্দ, দুটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ
পাগল বেশে নারীদের উত্ত্যক্ত করা সেই কন্টেন্ট ক্রিয়েটর খালিদ গ্রেপ্তার
একাকিত্বের কষ্টে ভুগছেন পরীমণি, জানালেন আবেগঘন অনুভূতির কথা
বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা: কে কত বেতন পাবেন
ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার প্রচারণা চালানো বিপজ্জনক: গার্ডিয়ানকে ড. ইউনূস
বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নির্বাচন বিলম্বিত করার চেষ্টা মানে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করা: টুকু
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের
আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে প্রস্তুত ভারত: কোহলি
এনআইডিতে ডাকনাম-একাধিক স্ত্রীর নাম যুক্তের নীতিগত সিদ্ধান্ত
হাতের ইশারায় পলকের সালাম, বললেন মুখ খুললেই বাড়ে মামলা
দলীয় নেতাকে খুনের অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতা বহিষ্কার