ফেনীতে রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ফেনীতে নির্বাচিত ৫ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
নির্বাচিত জয়িতারা হলেন- অর্থনীতিতে সফল ফেনী পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুরাণী, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সফল মমতাজ বেগম, সফল জননী নারী কামরুন নাহার, নির্যাতিত হয়েও ঘুরে দাঁড়ানো নারী আলেয়া বেগম, সমাজ উন্নয়নে সফল নারী রোকেয়া বেগম।
এ সময় এমপি নিজাম হাজারী বলেন, পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো অবস্থানে নিজেদের প্রতিষ্ঠা করা নারীর জন্য অনেক বেশি চ্যালেঞ্জ। দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী। সরকার সকল ক্ষেত্রেই নারীদের প্রতিষ্ঠা করার সুযোগ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর প্রেরণায় নারীরা প্রতিষ্ঠিত হয়ে সমাজের নানা ক্ষেত্রেই ভূমিকা রাখছে।
তিনি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সিভিল সার্জন ডা. তৌহিদুল ইসলাম, নির্বাচিত জয়ীতা কামরুন নাহার, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।
সংবর্ধনা অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর ফেনী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান ও সঞ্চালনা করেন মহিলা অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাসরিন আক্তার।
এসআইএইচ