রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারের রামু উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ার ঘোনা এলাকার বাসিন্দা আজিজুর রহমান ( ৫০), তার স্ত্রী নাছিমা আক্তার (৪৫), শ্বাশুড়ি রহিমা বেগম (৬৫) ও পুত্রবধূ দিলফুরাজ আক্তার (২২)।
এ বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজিজুর রহমান ও তার পরিবারের চারজন সদস্য রাতের খাবার খেতে বসেন। আকষ্মিক পাহাড় ধসে বাড়ির রান্না ঘরের ওপর এসে পড়লে তারা চারজনই ঘটনাস্থলে নিহত হন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি অবগত করলে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মাটি কুড়ে তাদেরকে বের করেন। এ সময় সবাই ছিল মৃত।
চেয়ারম্যান আরো জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে লাশ দাফনের অনুমতি দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা লাশগুলো দাফন করার জন্য ১০ হাজার টাকা আমার হাতে তুলে দেন।
এ ব্যাপারে রামু থানার ওসি মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, লাশগুলো উদ্ধার করা হয়েছে। তাদের দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা করা হয়েছে।
এসআইএইচ