ভোলা-লক্ষীপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ
পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ভোলা-লক্ষীপুর নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ। বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকে কোনও লঞ্চ ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভোলা- লক্ষীপুর নৌ-রুটে যাতায়াতাকারী নিয়মিত যাত্রীরা।
হঠাৎ লঞ্চ বন্ধের সিদ্ধান্তের বিষয়ে লঞ্চ মালিক অহিদুজ্জামান বলেন, সরকারের নির্দেশিত টোলের কয়েকগুন অতিরিক্ত টোল (বাইন্ডিং) দেওয়ার অভিযোগে ভোলা লক্ষ্মীপুর নৌ-পথের লঞ্চ চলাচল বন্ধ রেখেছে মালিক পক্ষ।
ইবনাত লঞ্চের সুকানি মোতাচ্ছিম বলেন, আমরা ভোলা এবং মজুচৌধুরির হাট দুটি ঘাটের ইজারাদারদের চাহিদা পূরণে আমরা অতিষ্ঠ । লঞ্চ মালিকের এত বেশি টোল দিয়ে লঞ্চ চালানো সম্ভব নয় বলেই আজ লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, তেলের দাম বৃদ্ধি এবং যাত্রী সংকট এ অবস্থায় এভাবে বাইন্ডিং দেওয়া সম্ভব না বলেও শুনেনি ইজারাদাররা, তাই লঞ্চ বন্ধ রেখেছি। আমরা ১০ দিন আগে থেকেই ইজারাদারদের বিষয়টি অবগত করেও কোনও সুরাহা না হওয়ায় আজ লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ঘাট ইজারাদারের প্রতিনিধি বশির আহমেদ জানান, লঞ্চ মালিক পক্ষের বক্তব্য সঠিক নয়। শ্রমিকদের সংগঠনগুলো সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেনি।
এ ব্যাপারে ভোলার বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, লঞ্চ মালিক পক্ষ কেন বন্ধ রেখেছে সেটা সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। তবে আমরা শুনেছি যাত্রী সংকটের কারণে লঞ্চগুলো বন্ধ রয়েছে।
এ বিষয়ে ভোলার জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী বলেন, বিষয়টি বিআইডব্লিউটিএর। তারপরও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
এসআইএইচ