আর্জেন্টিনার পতাকার রঙে সাজানো হলো বিয়ের গেট
ফুটবল বিশ্বকাপের উন্মদনায় এবার কুমিল্লায় আর্জেন্টিনার পতাকার রঙে নিজের বিয়ের গেট সাজিয়েছেন সুশান্ত দে নামের এক যুবক। সুশান্ত দে জেলার বরুড়া পৌরসভার কাসেড্ডা গ্রামের বাসিন্দা। বুধবার (৭ ডিসেম্বর) তার গায়ে হলুদ, পরদিন বৃহস্পতিবার হবে বিয়ে। এর দুই দিন আগেই থেকে চলে গেট সাজানোর কাজ। গেটটি এক নজর দেখতে বিয়ে বাড়িতে ভিড় করছেন আর্জেন্টিনার সমর্থক ও আশপাশের এলাকার মানুষজন।
জানা গেছে, বর সুশান্ত ছোট বেলা থেকে আর্জেন্টিনার সমর্থক। এখন চলছে কাতার বিশ্বকাপ ফুটবল। তাই নিজের বিয়েতে প্রিয় দলের পতাকার রঙে গেট সাজিয়েছেন তিনি। সুশান্ত দে সাংবাদিকদের বলেন, আমি ছোটবেলা থেকে মেসি আর আর্জেন্টিনার ভক্ত। বড় ভাইদের সঙ্গে মেসির খেলা দেখে অনেক সময় কেটেছে।
আমাদের পুরো পরিবারই আর্জেন্টিনার ভক্ত। তাই আমার বিয়ের গেট তৈরি করেছি প্রিয় দলে পতাকার রঙে। আমার এ আয়োজন দেখে এলাকার অন্যান্য আর্জেন্টাইন সমর্থকরা অনেক খুশি হয়েছেন, তাদের উৎসাহ দেখে ভালো লাগছে। আশা করি মেসির হাত ধরে আর্জেন্টিনা এবার বিশ্বাকপ জিতবে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, বিশ্বকাপ ফুটবল আসরে বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক সবচেয়ে বেশি। তাই প্রতি আসরেই পছন্দের দলকে সমর্থন জানিয়ে ভক্তরা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেন। তবে ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এএজেড