ফেনীতে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ফেনীতে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত শনিবার (৪ ডিসেম্বর) রাতে ফেনী মডেল থানায় ওই নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
অভিযুক্ত আলাউদ্দিন ফেনী পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত। কক্সবাজার সদরের লমাছি পাড়ায় তার বাড়ি। বর্তমানে তিনি ঢাকায় পুলিশ সদর দপ্তরে একটি প্রশিক্ষণে রয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ধর্ষণের শিকার ওই নারী ফেনী শহরের একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০২০ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে পুলিশ কর্মকর্তা আলাউদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। গত বছর কাদের বিয়ে বিচ্ছেদ হয়। পরে ওই শিক্ষক লন্ডন প্রবাসী এক যুবককে বিয়ে করেন। বর্তমানে তার সঙ্গে ঘর সংসার করছেন। সম্প্রতি ওই নারীর স্বামী লন্ডনে চলে যান। বিষয়টি জানতে পেরে পুলিশ কর্মকর্তা আলাউদ্দিন তাকে নানাভাবে প্রলোভন দেখিয়ে পুনরায় সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন।
ওই শিক্ষক অভিযোগ করেন, গত ২৩ নভেম্বর বিকেলে আলাউদ্দিন তার বাসায় গিয়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকি দেন। আলাউদ্দিন ঢাকায় প্রশিক্ষণে চলে যাওয়ার খবর পেয়ে শনিবার রাতে থানায় গিয়ে তিনি মামলা করেছেন। তিনি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান এঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আলাউদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াই অং প্রু মারমা বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলে আলাউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএন