সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ড
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটক বহনে নিয়োজিত কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে টেকনাফ দমদমিয়া কেয়ারি ঘাটে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুন লেগে জাহাজের উপরের অংশ পার্ল লাউঞ্জ সম্পূর্ণ পুড়ে যায়, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ২টি পর্যটকবাহী জাহাজ তাদের নিজস্ব ঘাট থেকে টেকনাফ-সেন্টমার্টিন যাতায়াত করত, যা এখন বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশন অফিসার মুকুল নাথ বলেন, ১০টা ১৫ মিনিটের দিকে আমরা সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে যায়, জাহাজের পার্ল লাউঞ্জ যেখানে খাবার পরিবেশন করেন পর্যটকরা, ২২০ ওয়াটের একটি লাইনে শর্ট সার্কিটে আগুন লাগে। এতে ৪-৫টা এসি পুড়ে যায়।
জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, ইলেকট্রিক শর্ট সার্কিটে জাহাজে আগুন লাগে। এতে এসিসহ বেশকিছু মালামাল পুড়ে যায়।
এসজি