পাওনা টাকার দাবিতে জুটমিলের মৃত শ্রমিকের স্বজনদের বিক্ষোভ

গ্র্যাচুইটি, পিএফ ও বীমার পাওনা টাকা পরিশোধের দাবিতে রাজশাহী জুটমিলের মৃত শ্রমিকদের স্বজনেরা বিক্ষোভ করেছেন। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জুটমিলের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ করেন এবং নানা শ্লোগান দেন।
শ্রমিকেরা জানান, ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ৩০ জুন সময়ের মধ্যে ১০০ শ্রমিক মারা গেছেন। কিন্তু এখন পর্যন্ত পরিবারের সদস্যরা প্রাপ্য টাকা পাননি। এর মধ্যে ২০২০ সালের ২ জুলাই সরকার জুটমিলটিকে বন্ধ করে দেয়। বেকার হয়ে পড়েন ১ হাজার ২০৯ জন স্থায়ী এবং ১ হাজার ৫০ জন বদলি শ্রমিক।
পাওনা টাকার দাবিতে চাকরি হারানো শ্রমিক ও মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা সোমবার বেলা ১১টার দিকে স্বজনেরা নগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকায় জুটমিলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। তখন কয়েকজন শ্রমিক নেতা জুটমিলের উপ-মহাব্যবস্থাপক শরিফুল কবীরের দপ্তরে গিয়ে তার সঙ্গে কথা বলেন। কিন্তু কবে টাকা দেওয়া হবে তা নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।
রাজশাহী জুটমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান বলেন, ‘আমরা মিলের কর্মকর্তার সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন টাকার ব্যবস্থা হবে। কিন্তু কবে হবে তা তিনি নির্দিষ্ট করে জানাতে পারেননি। আমরা দ্রুত সময়ের মধ্যে টাকা চাই। তা না হলে ১০০ জন মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা আন্দোলন গড়ে তুলবেন।’
জুটমিলের উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প প্রধান শরিফুল কবীরের মোবাইলে কয়েক দফা ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই জুটমিলের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।
এসএসকে/এএন
