সুরভী নেভিগেশন কোম্পানির দায়সারা বিজ্ঞপ্তি
সুরভী-৯ লঞ্চে যাত্রী ও সাংবাদিক লাঞ্ছিত করা ঘটনায় লঞ্চের ম্যানেজারের বিরুদ্ধে দায়সারা ব্যবস্থা নিয়ে দ্বায়িত্ব এড়ানোর চেষ্টা করছে সুরভী নেভিগেশন কোম্পানি।
কারণ দর্শানোর বিজ্ঞপ্তি দিয়ে ম্যানেজারকে ৭ দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। এমন বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক মহল।
গত রবিবার (৯ জানুয়ারি) লঞ্চের যাত্রীদের ওপর হামলা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় লঞ্চের ম্যানেজার মো. মিজানসহ সকল স্টাফের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
অভিযোগের ভিত্তিতে লঞ্চ-মালিক রেজিন উল কবির তাৎক্ষণিক মৌখিকভাবে ম্যানেজার মিজানের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের কথা বলেন। কিন্তু রবিবার রাতে কোম্পানির একটি নোট প্যাডে ‘কারণ দর্শানো সাময়িক বরখাস্তকরণ প্রসঙ্গে’ বিজ্ঞপ্তি দিয়েছে।
সাংবাদিকদের নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বরিশালের সাংবাদিক নেতারা। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ কঠোর বিচার দাবি করেছেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (বিইমজা) সভাপতি ফিরদাউস সোহাগ এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন সুমন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন এবং বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোবিন্দ সাহা ও সাধারণ সম্পাদক শাহিন সুমন সহ অন্যরা।
এর আগে, ঢাকা-বরিশাল নৌ পথে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী এমভি সুরভী-৯ লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটে। রবিবার (৯ জানুয়ারি) রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় লঞ্চকর্মীরা।
এ ঘটনায় ওই রাতে যাত্রীদের মধ্যে যারা মোবাইলে ভিডিও ধারণ করে এবং ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে, তাদের উপর লঞ্চ ম্যানেজারসহ অন্য স্টাফরা হামলা করে। এ সময় সাংবাদিকরা যাত্রীদের ওপর হামলার সত্যতা জানতে ভিডিও করতে গেলে সাংবাদিকদের লাঞ্ছিত করে লঞ্চ স্টাফরা।
এই ঘটনায় সুরভী নেভিগেশন কোম্পানির সুরভী-৯ লঞ্চের ম্যানেজারকে বরখাস্ত বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরা হলো-
‘আপনি মিজানুর রহমান, ম্যানেজার, সুরভী গ্রুপ অফ কোম্পানি, প্যারারা রোড, বরিশাল। অদ্য ০৯/০১/২০২২ইং তারিখ বরিশাল লঞ্চঘাট সুরভী-৯ ঘাট দেওয়ার সময় যাত্রীদের সঙ্গে ও একজন সাংবাদিক এর সঙ্গে আপনি অসহনীয়মূলক আচরণ করেন বলে সাংবাদিকমহল অভিযোগ করেন। বিষয়টি কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নেয় এবং আপনাকে ০৭ (সাত) দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হলো। উক্ত আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন আপনাকে বরখাস্ত করা হবে না তা আগামী ০৭ (সাত দিনের) মধ্যে লিখিত আকারে কর্তৃপক্ষের বরাবর জানানোর জন্য বলা হলো।'
সুরভী-৯ লঞ্চে এ আচরণে রবিবার সন্ধ্যায় সুরভী-৯ লঞ্চের ম্যানেজার মো. মিজানসহ অন্য স্টাফদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় দুটি অভিযোগ করা হয়। একটি মামলা দায়ের করেছেন চ্যানেল টোয়েন্টিফোরের চিত্র-সাংবাদিক রুহুল আমীন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিত্র-সাংবাদিক মৃদুল ইসলাম দেওয়ান মোহন। আরেকটি মামলা করেছে বিআইডব্লিউটিএ।
এছাড়া এমভি সুরভী-৯ লঞ্চের স্টাফদের লঞ্চযাত্রী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বরিশাল থেকে এমভি সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল করেছে বিআইডাব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল থাকবে।
লঞ্চে যাত্রীর মধ্যে কবির বলেন, ‘ঘটনার সিসিটিভি ফুটেজ আছে। সকল প্রমাণ এবং স্বাক্ষী আছে। শত শত মানুষের সামনে এ অসহনীয় আচারণ করা হয়েছে। কিন্তু একদিন হয়ে গেল, কোনো ব্যবস্থা নেওয়া হয় নি। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে আমরা আন্দোলনে নামবো।’
যাত্রী সুশেন বলেন, ‘থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাই।’
আঞ্চলিক দৈনিক ভোরের আলোর বার্তা সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সদস্য তন্ময় নাথ বলেন, ‘এত বড় নিন্দনীয় ঘটনায় এখনও কারও শাস্তির ব্যবস্থা করা হয়নি। এটা দুঃখজনক। আমার শিগগিরই আন্দোলনে নামবো।’
/এএন