ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ, ছোট ভাই আটক
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই তোফায়েল আহমেদকে (৫৫) হত্যার অভিযোগে ছোট ভাইকে আটক করেছে পুলিশ। আটক ছোট ভাইয়ের নাম হোসেন আহাম্মদ (৪২)। বুধবার (৩০নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডস্থ লাহারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত তোফায়েল আহমেদ একই বাড়ির মৃত মনতাজুর রহমানের মেজো ছেলে। আটক হোসাইন আহম্মেদ তারই ছোট ভাই। তিনি কোকারিজ দোকানের কর্মচারি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তোফায়েল আহমেদের পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করেন। বাড়িতে তোফায়েল একাই থাকেন। দীর্ঘদিন থেকে পৈত্রিক সম্পত্তি বন্টন নিয়ে ভাইদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে প্রায়ই তোফায়েলের ঝগড়া হতো। ঘটনার দিন ছোট ভাইয়ের স্ত্রী ও মেয়ের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতিও করেন বড় ভাই তোফায়েল। পরে রাত সাড়ে ৮টার দিকে হোসেন আহাম্মদ বাড়িতে এলে তার স্ত্রী মারধরের বিষয়টি জানায় । এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই হোসেন আহাম্মদ দা দিয়ে বড় ভাইয়ের পায়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে মারা যান তোফায়েল আহমেদ। পরে এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই হোসেন আহাম্মদকে আটক করে পুলিশ।
এ বিষয়ে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিল রিয়াজ পাটোয়ারী রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থাকা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি-দীর্ঘদিন ধরে ভাইদের মাঝে জমি নিয়ে বিরোধ চলছে। ঘটনার সময় ছোট ভাইয়ের দায়ের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তোফায়েল আহমেদ। তবে স্ট্রকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা তার।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ছোট ভাই হোসেন আহাম্মদকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।