৩০ লাখে বিক্রি হলো ৮ পোয়া মাছ
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে জেলেদের জালে ধরা পড়া বিশাল আকৃতির ৮টি 'কালো পোয়া' মাছ বিক্রি হয়েছে ৩০ লাখ টাকায়। মাছগুলোর জন্য ৩৫ লাখ টাকা দাম হাঁকালেও শেষ পর্যন্ত ৩০ লাখ টাকায় বিক্রি করে জেলেরা।
সোমবার (২৮ নভেম্বর) বিকালে মাতারবাড়ির জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে।
জানা যায়, মাতারবাড়ি সাইরারডেইল এলাকার বহদ্দার একে খানের মালিকানাধীন একটি ট্রলার প্রথম যাত্রায় মাঝি-মাল্লা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। এরই মধ্যে সোমবার বিকালে জেলেদের জালে ৮টি পোয়া মাছ ধরা পড়ে। বড় বড় মাছ পেয়ে জেলেরা মহাখুশি। সঙ্গে সঙ্গে উপকূলে ফিরে আসে তারা।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেন, সাগরে দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকায় এর সুফল পাচ্ছেন জেলেরা। যার ফল বিশাল আকৃতির এই ৮টি মাছ। অনেক ব্যবসায়ী ২৫ লাখ টাকায় মাছগুলো কিনতে চাইলেও মাছের মালিক বিক্রি করতে রাজি হয়নি।
মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান বলেন, মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা ও মাছের প্রজনন বৃদ্ধিতে সহায়ক হওয়ায় সাগরে মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। এখন এর সুফল পাচ্ছেন জেলেরা। প্রজনন বৃদ্ধি ও ছোট মাছগুলো বড় হওয়ার সুযোগ পাওয়ায় জেলেরা উপকৃত হচ্ছেন। এর আগেও বড় বড় মাছ পেয়ে অনেক জেলের ভাগ্য বদলে গেছে।
এসজি