কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট বন্ধ
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতার কারণে ও সমুদ্রের পানি হ্রদে প্রবেশ ঠেকাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উদপাদনে চালু থাকা ৪টি ইউনিটের মধ্যে ৩টি ইউনিট বন্ধ করে দিয়েছে কেন্দ্রটি। এতে বিদ্যুৎ উদপাদন ১৫৫ মেগাওয়ার্ড থেকে ৪৫ মেগাওয়ার্ডে নেমে এসেছে। সোমবার সকাল পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি ছিল ৮৯.৯৬ মীনস সী লেভেল (এমএসএল) এই সময়ে কাপ্তাই হ্রদে স্বাভাবিক পানি থাকার কথা ১০৬এমএসএল।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, এইবছর বৃষ্টি কম হওয়া এবং উজানের ঢল কম নামায় কাপ্তাই হ্রদের পানি লেভেল স্বাভাবিকের চেয়ে প্রায় ১০এমএসএল কমছিল। তার মধ্যে স্বাভাবিক বিদ্যুৎ উদপাদন করতে গিয়ে পানির লেভেল ৮৯.৯৬এমএসএল এ নেমে আসে।
এতে কেন্দ্রটির ৫টি ইউনিটের মধ্যে সব সময় চালু থাকা ৪টি ইউনিটে গত সপ্তাহে ১৫০-১৫৫ মেগাওয়ার্ড বিদ্যুৎ উদপাদন হলেও গত ২০নভেম্বর থেকে পর্যায় ক্রমে বিদ্যুৎ উদপাদন কমাতে থাকে বিদ্যুৎ কেন্দ্রটি। যা বর্তমানে ২নম্বর ইউনিটটির মাধ্যমে ৪৫মেগাওয়ার্ড বিদ্যুৎ উদপাদন করছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন জানান, কাপ্তাই হ্রদে এইবছর স্বাভাবিক পানি বৃদ্ধি না পাওয়ায় এবং বিদ্যুৎ কেন্দ্রর এতদিন স্বাভাবিক বিদ্যুৎ উদপাদন করায় হ্রদের পানির লেভেল ৮৯.৯৬ এমএসএল নেমে এসেছে। অন্যবছর গুলোতে এই সময় হ্রদে ১০৬ এমএসএল পানি থাকায় সে সময় আমরা কেন্দ্রের ৪টি ইউনিট চালু রাখতে পেরে ছিলাম।
কিন্তু এইবছর পানির লেভেল ৯০ এমএসএলের নিচে নেমে গেছে। যার কারণে সমুদ্রের পানি হ্রদে প্রবেশ ঠেকাতে এবং মিঠাপানি স্বাভাবিক রাখতে উদ্ধত্তন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ২০নভেম্বর থেকে ৩,৪ ও ৫ নম্বর ইউনিটগুলো পর্যায় ক্রমে বন্ধ করতে থাকি, বর্তমানে ২নম্বর ইউনিট চালু রেখেছি যার থেকে ৪৫ মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎদপাদন হচ্ছে।
প্রসঙ্গত: বাংলাদেশের একমাত্র পানি থেকে বিদ্যুৎ উদপাদন কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। ২৪০মেগাওয়ার্ড বিদ্যুৎ উদপাদন ক্ষমতা সম্পূর্ণ কেন্দ্রটিতে ৫টি ইউনিটের মধ্যে ১নম্বর ইউনিটটি যান্ত্রিক ক্রটির কারণে আগে থেকেই বন্ধ। বাকি চারটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উদপাদন করা হয়।
এএজেড