মহিষের শিংয়ের আঘাতে সাবেক এমপি বদি আহত
মহিষের লড়াই দেখতে গিয়ে অল্পের জন্যে প্রাণে বেঁচে গেলেন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। লড়াইয়ের সময় দুইটি মহিষের শিং এর আঘাত লাগে বদির শরীরে। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আর মহিষ দুইটি তার শরীরের উপর দিয়ে চলে যায়।
রবিবার (২৭ নভেম্বর) বিকেলে টেকনাফ বিচ পয়েন্টে সৈকতের বালিয়াড়িতে শখ করে মহিষের লড়াই আয়োজন করেন সাবেক এই সংসদ সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি অনেক বিপজ্জনক ছিল। তিনি যে মহিষের নিচে পড়েছিলেন তাতে পিষ্ট হয়ে মারা যাওয়ার আশঙ্কাও ছিল। তবে তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন। বিকেলে সমুদ্র সৈকত এলাকায় দুই মহিষের লড়াইয়ের আয়োজন করা হয়। সেখানে অন্য সবার মতো আগ্রহ নিয়ে লড়াই দেখছিলেন বদি। খেলা দেখার সময় হঠাৎ মহিষ দুটির মধ্যে একটি ছুটে আসে বদির দিকে এবং কিছু বুঝে উঠার আগেই তার গায়ের উপর উঠে যায়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত সেখান থেকে তুলে নিরাপদ স্থানে নিয়ে যান।
এবিষয়ে আব্দুর রহমান বদি জানান, মানুষের দোয়া ও আল্লাহর রহমতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। আমি পুরোপুরি সুস্থ রয়েছি। বড় ধরনের কোনো আঘাত পাইনি।
এসএন