কুমিল্লা নামেই বিভাগ করার আশ্বাস বিএনপির
কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে মেঘনা নামে সরকারের নতুন বিভাগ ঘোষণার বিপরীতে ক্ষমতায় গেলে 'কুমিল্লা' নামেই বিভাগ ঘোষণার কথা শুনিয়েছেন বিএনপি নেতারা। শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারা বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বিভাগের নাম পরিবর্তন করে 'কুমিল্লা' রাখা হবে। নতুন বিভাগ গঠন প্রসঙ্গে সরকার 'মেঘনা' নামের কথা বলে আসলেও তা বোঝাতে বিএনপি নেতারা সমাবেশে দেওয়া বক্তব্যে 'গোমতী' নাম উচ্চারণ করেছেন।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা এই বিষয়ে বক্তব্য দেন। আজ শনিবার অনুষ্ঠেয় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন দুই বিভাগ 'মেঘনা' ও 'পদ্মা' অনুমোদনের প্রস্তাব ওঠার কথা রয়েছে।
বৃহত্তর কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে 'মেঘনা' এবং বৃহত্তর ফরিদপুরের জেলাগুলোকে নিয়ে 'পদ্মা' বিভাগ করতে যাচ্ছে সরকার। গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামীকাল (রবিবার) নিকারের সভায় নাকি কুমিল্লা বিভাগকে তারা গোমতী (মেঘনা) নামে ঘোষণা করবে। এই কুমিল্লা ঐতিহাসিক কুমিল্লা। আমরা এই কুমিল্লার গর্বিত সন্তান।
সরকার প্রধান কুমিল্লাকে দেখতে পারেন না। কুমিল্লাকে নানাভাবে অপবাদ দেয়। কিন্তু চাদপুর, কুমিল্লা উত্তর, দক্ষিণ ও ব্রাহ্মণবাড়িয়ার জনগণ কুমিল্লা নামেই বিভাগ দেখতে চায়। সরকার প্রধান যদি হিনমন্যতার পরিচয় দিয়ে কুমিল্লাকে অন্যনামে পরিচিত করতে চান, আমরা মানতে পারবো না। যদি সিদ্ধান্ত বাস্তবায়ন করেন আমরা সবাই প্রতিবাদ করবো। এ সরকারের সময় শেষ।
আগামী দিনে আমরা ক্ষমতায় গেলে কুমিল্লা নামে বিভাগ করব, এ আশ্বাস দিয়ে গেলাম। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গোমতী (মেঘনা) হবে না, কুমিল্লা হবে? তখন উপস্থিত জনতা সমস্বরে 'কুমিল্লা' বলে চিৎকার করে উঠেন। তিনি বলেন, ঐতিহাসিক কুমিল্লার বীর মানুষেরা আপনারা সালাম গ্রহণ করুন। আপনারা এই কুমিল্লার গর্বিত মানুষ। এই কুমিল্লায় অনেক বরেণ্য মানুষ জন্ম নিয়েছেন। ইতিহাসের গৌরবময় ধারক কুমিল্লাবাসী।
এর আগে বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, সরকার মানুষের ওপর সবকিছুই চাপিয়ে দিচ্ছে। কুমিল্লাবাসীর দাবির পরও কুমিল্লা বিভাগটির নামও মেঘনা নামে কুমিল্লার মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে। এখন মেঘনা হলেও বিএনপি ক্ষমতায় আসলে নাম পরিবর্তন করে কুমিল্লা নামে করা হবে।
এএজেড