সরাইলে ব্রাজিলের ১৫০ ফুট দৈর্ঘ্যের পতাকা!
খেলার প্রতি কম বেশী আকর্ষণ সকলেরই থাকে। এতে বয়সের ধরা বাঁধা কোন নিয়ম নেই। সেটা হতে পারে ফুটবল বা ক্রিকেট। ফুটবলে না পারলেও বাংলাদেশ কিন্তু বিশ্ব ক্রিকেটের আসরে একটি গুরূত্বপূর্ণ নাম। বর্তমানে কাতারে চলছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২।
সারা দেশের ন্যায় সরাইলেও ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বা প্রেমিকই বেশী। এই সব সমর্থকরা খেলা শুরূর আগে থেকেই জ্বরে ভোগে। এইবারও ব্যতিক্রম হয়নি। পছন্দের দলের টি-শার্ট পতাকা নিয়ে ব্যস্ত থাকে সর্বক্ষণ। বড় পতাকা তৈরীর প্রতিযোগিতা শুরূ হয়ে যায় রীতিমত। জাতীয় দিবস গুলোতে নিজ দেশের পতাকা নিয়ে তেমন মাতামাতি না থাকলেও এখন অন্য দেশের পতাকা নিয়ে পাগল প্রায়।
জীবনে কখনো ৩ ফুট দৈর্ঘ্যে নিজ দেশের পতাকা তৈরী করেননি। অথচ এখন পছন্দের দেশের পতাকা তৈরী করছেন দেড় শতাধিক ফুট দৈর্ঘ্যের। কি কঠিন প্রেম ও ভালবাসা। সরাইলের কালীকচ্ছের নাথপাড়ায় সড়কের পাশে ঝুলছে ব্রাজিলের বিশাল আকৃতির একটি পতাকা। নিচে দাঁড়িয়ে আছেন কয়েকজন যুবক।
জিজ্ঞেস করতেই বলেন, আমরা ব্রাজিল সমর্থক। আমাদের বড় ভাইদের সহযোগিতায় আমরা পতাকাটি তৈরি করেছি। পতাকাটির দৈর্ঘ্য ১৫০ ফুট। প্রস্ত আড়াই ফুট। খরচ হয়েছে প্রায় ৬-৭ হাজার টাকা। অথচ পতাকাটির আশপাশে নিজ দেশের কোন পতাকা নেই। এর চেয়ে আরও বড় পতাকা তৈরীর প্রস'তি নিচ্ছে আর্জেন্টিনা দলের সমর্থকরা।
এএজেড