কুমিল্লায় বিএনপির গণসমাবেশ শুরু
কুমিল্লায় বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। বেলা সোয়া ১১টার দিকে ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। যদিও তখন সমাবেশ মঞ্চে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু ছাড়া অন্য কোনও নেতাকে মঞ্চে দেখা যায়নি। ইতিমধ্যে সমাবেশে অংশ নেওয়ার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কুমিল্লায় অবস্থান করছেন। দুপুর ১২টার পরে তারা মঞ্চে আসবেন বলে জানা গেছে।
বিএনপির ৫টি ইউনিট নিয়ে গঠিত সাংগঠনিক কুমিল্লা বিভাগ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি, দলীয় নেতা-কর্মীদের হত্যা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অন্যান্য বিভাগের মতো কুমিল্লায়ও গণসমাবেশ ডাকে বিএনপি। সমাবেশকে সামনে রেখে দুই দিন আগে থেকেই কুমিল্লা মহানগর ছাড়াও কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতা-কর্মীরা কুমিল্লায় অবস্থান নিতে শুরু করেন। তাদের কেউ কেউ বিছানা-পাটি নিয়ে থাকতে শুরু করেন সমাবেশস্থলে। অন্যরা গাড়ি বহর নিয়ে কিংবা পায়ে হেঁটে মিছিলে মিছিলে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। স্লোগান তুলছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মুক্তির দাবি জানিয়ে।
শনিবার সকাল থেকেই নগরীর প্রবেশ পথগুলো দিয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা। সমাবেশের জন্য নির্ধারিত কুমিল্লা টাউন হল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় তারা কান্দিরপাড়ের আশপাশের রাস্তায় অবস্থান নিয়েছেন।
এসআইএইচ