সুপেয় পানির প্রকল্প উদ্বোধন করেছেন পার্বত্যমন্ত্রী
গুইমারা উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও অসহায় গরিব দু:স্থ মহিলা, প্রান্তিক চাষীদের মাঝে কৃষিযন্ত্রপাতি, সেলাই মেশিন, ছাগল বিতরন অনুষ্ঠানে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহ, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এসব বিতরণ করেন। পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২নভেম্বর ২০২২ইং) বিকেল ৩টার দিকে খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান এর সঞ্চালনায় গুইমারা উপজেলার উপজেলায় হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর ২ কিলোমিটার পাইপ লাইনের সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা। এ সময় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো:নুরুল আলম চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী আপু, উন্নয়ন বোর্ডের যুগ্ন-সচিব প্রশাসন মো:ইফতেকার আহমেদ, সাবেক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্যনির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো:মজিবুল আলম,রামগড় উপজেলা পরিষদের চেয়াম্যান বিশ্ব প্রদীপ কার্বারি ত্রিপুরা, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:জয়নাল আবেদীন, গুইমারা পরিষদের ভাইস-চেয়ারম্যান কংজরী মারমা মহিলা ভাইস -চেয়ারম্যান ঝর্না ক্রিপুরা, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা সহ উপজেলা পরিষদের সরকারি পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএজেড