দাফনের ২৭ বছর পরও অক্ষত মঞ্জুর মল্লিকের মৃতদেহ!
ঘর নির্মাণের জন্যে মাটি খুঁড়তে গিয়ে ২৭ বছর আগে দাফন করা মঞ্জুর মল্লিক নামে এক ব্যক্তির অক্ষত মৃতদেহের সন্ধান মিলেছে৷ শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলায়৷ এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
এলাকাবাসী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট খা পাড়া গ্রামে আবুল হোসেন বুড়ো ঘর নির্মাণের জন্য মাটি খুঁড়তে শুরু করে দাফন করা একটি লাশের সন্ধান পান৷ পরে তিনি শনাক্ত করেন এটি তার পিতা মঞ্জুর মল্লিকের মৃতদেহ। যা দীর্ঘ ২৭ বছর আগে দাফন করা হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে মঞ্জুর মল্লিকের বয়স ছিল (৭০), পেশায় তিনি ছিলেন একজন কৃষক৷ তিনি ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতেন বলেও জানান এলাকার বয়োজ্যেষ্ঠরা৷
চাঞ্চল্যকর ঘটনাটির খবর পেয়ে এলাকাবাসী এবং দূর-দূরান্ত থেকে লোকজন মৃতদেহটি দেখার জন্য ভিড় জমান৷
/এএন