গাবতলী নির্বাচনী সহিংসতায় মামলা, আসামি ৩০০
বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাই ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। সব আসামিকে অজ্ঞাত দেখানো হয়েছে।
গত বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) দুপুরে গাবতলী থানায় এই মামলা করেন বালিয়াদিঘীর কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেন। জাকির গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরের পরই মামলা রেকর্ড করা হয়েছে। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। ঘটনাটি তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এখনও কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি।’
গত বুধবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় গাবতলীর বালিয়াদীঘি ইউনিয়নে ব্যালট পেপার ‘ছিনতাইয়ে’ বাধা দেওয়ার সময় সংঘর্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এক নারীসহ চারজন নিহত হয়। এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
/এএন