সাতক্ষীরায় নব নির্বাচিত নৌকার চেয়ারম্যান হাজতে
সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান ও পরাজিত প্রার্থীসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৭ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, সাতক্ষীরা আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শাহনেওয়াজ ডালিম বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় গদাইপুর গ্রামে আনারস প্রতীকের প্রার্থী অহিদুল ইসলামের বাড়ির সামনে দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় উস্কানিমূলক কথাকে কেন্দ্র করে দু’পক্ষ ইট পাটকেল ছোঁড়ে। এক পর্যায়ে পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের বাড়ি থেকে ছোঁড়া গুলিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিমের পাঁচ কর্মী গুলিবিদ্ধ হয়। ইটের আঘাতে উভয়পক্ষের আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়।
আহতরা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতাল ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতরা হলেন, আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের রফিকুল গাজীর ছেলে রাসেল হোসেন (২৫), একই গ্রামের নাফিলউদ্দিন শেখের ছেলে আসাদুল শেখ (৪৮), একই গ্রামের আহসান হাবিব টগরের ছেলে গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র রাকিব হোসেন (১২), শফিকুল সানার ছেলে ফিরোজ সানা (৩৩), বারিক সরদারের ছেলে হোসেন আলী সরদার (৫৫), তুয়ারডাঙা গ্রামের সজিবউদ্দিন সাজুর ছেলে সজিব হোসেন (১১) , একই গ্রামের আমিনুর সরদারের ছেলে টুকু সরদার (৪৫), গদাইপুর গ্রামের রিয়াজউদ্দিন ফকিরের ছেলে ইমাম হোসেন (৫৫)।
হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২৩ জনকে আটক করে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করেছে। আটক ব্যক্তিরা হলেন, নৌকা প্রতীক নিয়ে নব নির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী অহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুছ, ইনামুল সরদারের ছেলে রাব্বি, নওশের সরদারের ছেলে মোহাম্মদ আলী, মুকুল হোসেনের ছেলে রাসেল, বেদের সরদারের ছেলে মঈনুর সরদার, তার ভাই হাওলাদার সরদার, নূর ইসলাম সরদারের ছেলে মোস্তফা সরদার, নাছিমউদ্দিনের ছেলে আক্তার হোসেন, কোকিল দাই এর ছেলে লিটু দাই, সুধাংশু মণ্ডলের ছেলে সুপদ মণ্ডল, লতিফ মোল্লার ছেলে রবিউল মোল্লা, আমির আলী গাজীর ছেলে জুয়েল গাজী, আলাউদ্দিন মোল্লার ছেলে নরিম মোল্লা, আকবর আলী মোল্লার ছেলে আমান মোল্লা, মিঞারাজ মোল্লার ছেলে শ্যামল মোল্লা, ইউনুছ ওরফে খোকন মোল্লার ছেলে আবুল খায়ের, গফুর মোল্লার ছেলে হাসান মোল্লা, হাসমত মোল্লার মেয়ে ফুটফুটি, হাফিজুল মোল্লার ছেলে মোস্তাকিম ও ইয়াছিন, রফিকুল মোল্লার ছেলে আসাদুর মোল্লা, অহিদুল ইসলামের দেহরক্ষী খুলনা শহরের রাসেল।
আশাশুনি থানার ওসি মোহাম্মাদ গোলাম কবির জানান, উভয়পক্ষের দেওয়া অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাদের আটক করা হয়। আজ শুক্রবার বেলা ১২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।
/এএন