গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ময়মনসিংহের গৌরীপুরের পৌর সদরে ট্রেনে কাটা পড়ে মো. লিটন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে ময়মনসিংহ মেডিকেল কলজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবক গৌরীপুর পৌর শহরের সতীষা গ্রামের মিলন মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে আহত হন লিটন।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। পরে ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করার সময় লিটন চলন্ত ট্রেন থেকে বগি পরির্বতন করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে সে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কার্তিক চন্দ্র রায় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
/এএন