চট্টগ্রামে নিহত ৪ শ্রমিকে পটুয়াখালীতে দাফন

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সাগরে ড্রেজারডুবির ঘটনায় মৃত ৪ জনকে পটুয়াখালীতে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৮ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামে তাদের নিজ নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে দাফন করা হয়েছ। তারা হচ্ছেন ইমাম মোল্লা, মাহমুদ মোল্লা, আল আমিন ও জাহিদ ফকির।
জৈনকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মহসিন জানান, মীর সরাইয়ে ড্রেজারডুবিতে ৮ শ্রমিক নিখোঁজ হয় । তাদের সবার বাড়ি পটুয়াখালীর জৈনকাঠিতে। নিখোঁজদের মধ্যে গতকাল বিকেলে ৪ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসন অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে পাঠিয়েছেন। ওই ঘটনায় আলম সরদারের মরদেহ রাতে উদ্ধার করা হয়েছে। তার মরদেহও পটুয়াখালীতে আনা হচ্ছে।
পটুয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই জানান, মৃতদের পরিবারকে ১০ হাজার টাকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। ওই ড্রেজারের মালিক নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোর চার টার দিকে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের চার জৈনকাঠি গ্রামে তাদের লাশ বহনকারী অ্যাম্বুলেন্সটি পৌঁছায়। এসময় গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানো কান্না আর আহাজারিতে ভারি হয় এলাকার বাতাস।
উল্লেখ, চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৩নং বসুন্ধরা এলাকার বেড়িবাঁধ থেকে ৫০০ ফুট দূরত্বে সাগরের মাঝে রাখা ছিল সৈকত এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের বালু উত্তোলনের ড্রেজার মেশিন সৈকত-২। ওই ড্রেজারে শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন তারা সবাই তারা। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে সাগরে থাকা ড্রেজারটি ডুবে নিখোঁজ হয় ৮ শ্রমিক। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত ৪ শ্রমিকের লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এএজেড
