চরফ্যাশনে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা

ভোলার চরফ্যাশন উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এসময় যুবদল ছাত্রদলসহ যুবদলের বেশ কজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে গুরুতর কজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের বাসায় এ ঘটনা ঘটে। পৌর যুবদল সভাপতি ও সাবেক কাউন্সিলর রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
চরফ্যাশন পৌর যুবদলের সভাপতিও সাবেক কাউন্সিলর রাসেল জানান,নাজিমউদ্দীন আলম সাহবের বাসায় যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রগ্রাম শেষে যুবদলের নেতা কর্মিরা যাবার পথে যুবলীগ, ছাত্রলীগসহ সরকার দলীয় লোকজন তাদের ওপর অতর্কিত হামলা করে। এতে যুবদলের ৫/৭ জন নেতা কর্মি আহত হয়েছেন।
আহতদের মধ্যে হলেন, সালমান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সাদ্দাম, মোবারক, বাবলু, মেহেদী, আনোয়ার, জাকির, বিল্লালসহ গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে সাবেক সংসদ সদস্য জনাব নাজিমুদ্দিন আলম কল রিসিভ না করায় তার বক্তব্য প্রকাশ করা সম্ভব হয়নি।
এদিকে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল আহসান বলেন যুবদলের প্রোগ্রাম শেষে তাদের একটি ঝটিকা মিছিল ইটপাটকেল ছুঁড়ে মিছিল বের করে। তাদের ইটপাটকেলে কিচু সাধারণ পথচারী আহত হয়েছেন বলে শুনেছি। তবে ওটা আমাদের রাজনৈতিক কোন ইস্যু নয় বলে পুরো বিষয় জানার প্রয়োজন মনে করি নাই।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এএজেড
