ভারতের সীমানা পেরিয়ে পায়ে হেঁটে গীতা বালা বাংলাদেশে
দুই দেশের মধ্যে সৌহার্দ্য স্থাপন করতে কলকাতার নামকরা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার গীতা বালা কৃঞ্চান (৫৪) ভারতের সীমানা পেরিয়ে পায়ে হেঁটে কলকতা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। গত ২২ অক্টোবর তিনি কলকাতার ভিক্টরিয়ায় থেকে যাত্রা শুরু করেন আজ বুধবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ৮৪ কি: মি: পথ অতিক্রম করে বাংলাদেশে এসে পৌছায়।
ভারতীয় পতাকা নেড়ে গীতা দেবির এবারের পদযাত্রার সূচনা করেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশণার আন্দালিব ইলয়াস তার সাথে ছিলেন, কোস্টাল সিকিউরিটির ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হরমনপ্রীত সিংহ। গীতাবালা আজ বুধবার দুপুরে বেনাপোল থেকে কালনা সেতু হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার উদ্দেশ্যে পায়ে হেটে যাত্রা শুরু করেছেন। যেখানে রাত সেখানেই তিনি রাত্রী যাপন করবেন বলে তিনি জানান।
গীতা বালা কৃঞ্চান বলেন, স্থাপত্য মানে না কোন সীমারেখা। কলকাতা-ঢাকা পদযাত্রার এবারের উদ্দেশ্য সামাজিক পরিমন্ডলে ইঞ্জিনিয়ারদের সামাজিক দায়িত্বের দিকগুলো তুলে ধরা ও দুই দেশের সৌহার্দ্য স্থাপন করা। গীতা বালার পেয়ে হেটে ঢাকায় যেতে একযোগে হাত মিলিয়েছেন, কাউন্সিল অফ অর্কিটেকচার, ইন্ডিয়া, দি ইন্সটিটিউট অফ অর্কিটেকটস বাংলাদেশ এবং আইডিএিসি।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ নভেম্বর ঢাকায় পৌছাবেন গীতাদেবী। চলতি বছরের ৭ থকে ৮ নভেম্বর ৫০ বছরের সূবর্ণজয়ন্তী পালন করতে যাচেছন দি ইন্সস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ। বাংলাদেশের এ অনুষ্ঠানকে আরও স্বরনীয় করে তুলবে। ইতপূর্বে তিনি কলকাতা থেকে ১৭০০ কি:মি: পায়ে হেটে দিল্লীতেও গেছেন। দি আর্কিটেক্ট রিজিওনাল কাউন্সিল এশিয়ার সভাপতি আবু সৈয়দ মুস্তফা আহমেদ এক বার্তায় জানান, গীতাবালার অভাবনীয় এই পদযাত্রা সফল হোক। আমরা তাকে সুভ কামনা ও সমর্থন জানাই।
এএজেড