৮ বছর পর সম্মেলনের অপেক্ষায় বিএনপি
দীর্ঘ ৮ বছর পর নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা বিএনপির বর্ধিত সভায় এই সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে আনন্দ, উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু সোমবার (২৪অক্টোবর) দুপুরে ঢাকাপ্রকাশ-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, জেলা বিএনপির এক বর্ধিত সভায় বদলগাছী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সম্মেলন সুষ্ঠু করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম ও শফিউল আজম, বদলগাছী উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জাকিতুল্ল্যাহ সরদার ও আতউর রহমানকে ওই কমিটির উপদেষ্টা করা হয়েছে।
বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন চৌধুরীকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অন্যদের মধ্যে কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশিদকে যুগ্ন আহ্বায়ক ও রবিউল হাসানকে সদস্য সচিব করা হয়েছে। আগামী বুধবারের মধ্যে সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হতে ইচ্ছুক নেতাদের এই কমিটির কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে।
বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন চৌধুরী বলেন, সম্মেলনের তারিখ ঘোষণার ইতোমধ্যে সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে। সম্মেলন অনুষ্ঠিত হবে বদলগাছী শেখ রাসেল স্টেডিয়াম মাঠে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। ৩০ অক্টোবর সকাল ৯টায় সম্মেলন উদ্বোধন করবেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।
নওগাঁ জেলা বিএনপির কার্যালয় সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। এতে ফজলে হুদা বাবুল সভাপতি ও আব্দুল হাদী চৌধুরী সাধারণ সম্পাদক হন। ২০১৯ সালের ২৪ মার্চ জাকির হোসেন চৌধুরীকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি গঠনের সাড়ে তিন বছর পর আর সর্বশেষ সম্মেলনের ৮ বছর পর বদলগাছী উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্ধারণে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হলো।
বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সম্পাদক ফজলে হুদা বাবুল বলেন, অনেক দিন পর সম্মেলনের তারিখ ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এই সম্মেলনে ৫৬৮টি কাউন্সিল সদস্যের প্রত্যক্ষ ভোট অথবা মতামতের ভিত্তিতে তাঁদের নেতা নির্বচান করবেন।
এএজেড