রাবি ও রামেকের পৃথক দুই মামলা নথিভুক্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একে অন্যের বিরুদ্ধে দায়ের করা মামলা দুটি নথিভুক্ত করেছে রাজপাড়া থানা পুলিশ।
রবিবার (২৩ অক্টোবর) মামলার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা মাইদুল ইসলাম।
মাইদুল ইসলাম জানান, গত ১৯ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ভূত ঘটনায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় যে অভিযোগ দিয়েছিল, তা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এতে ২২ অক্টোবর গ্রহণ করা রামেকের মামলা নম্বর ২৯ এবং ২৩ অক্টোবর গ্রহণ করা বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলা নম্বর ৩০।
গত ১৯ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলের উপরতলা থেকে পড়ে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম মোস্তাকিম শাহরিয়ার। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসায় বিলম্ব ও অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন সহপাঠীরা। এ নিয়ে প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে হাসপাতাল সংশ্লিষ্টের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়।
এ ঘটনায় গত ২০ অক্টোবর হাসপাতাল স্টাফ, ইন্টার্ন ও সংশ্লিষ্টদের লাঞ্ছিত ও সরকারি সম্পদ বিনষ্ট করার অভিযোগ এনে অজ্ঞাতনামা রাবির তিনশো শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে মেডিকেল কর্তৃপক্ষ। একই ঘটনায় গত ২২ অক্টোবর বিকেলে হাসপাতালে শিক্ষার্থীদের উপর হামলার বিচার চেয়ে মেডিকেল সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসএন