কাজে ফিরলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৩ দফা দাবিতে দ্বিতীয়বারের মতো ৭২ ঘণ্টার কর্মবিরতি আবারও স্থগিত করে কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার (২৩ অক্টোবর) বিকালে কর্মবিরতি সাময়িক স্থগিত করে কাজে যোগ দেন তারা।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর, চিকিৎসকদের উপর হামলার ঘটনায় মামলা না নেওয়া এবং অভিযুক্তদের গ্রেপ্তার না করায় কর্মবিরতি ঘোষণা দিয়েছিলেন ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মো. ইমরান হোসেন। রবিবার দুপুরে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ইন্টার্ন চিকিৎসকরা।
এদিন দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল রামেক হাসপাতালে আসেন। এরপর রামেক হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। আলোচনা শেষে চলমান কর্মবিরতি স্থগিত করে ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে গত বুধবার (১৯ অক্টোবর) রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেছিল তারা।
রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন জানান, রবিবার দুপুরে হাসপাতাল পরিচালনা পরিষদের সঙ্গে তাদের বৈঠক হয়। বৈঠকে রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী বিকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেয়।
রামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ইন্টার্ন চিকিৎসক ছাড়া হাসপাতাল চালানো বেশ কঠিন। তারা কাজে না ফিরে আসলে চিকিৎসা সেবা ভেঙে পড়বে। সাধারণ মানুষের সেবা নিশ্চিতে ইন্টার্নদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়েছে।
তিনি আরও বলেন, ধর্মঘট চলাকালীন সিনিয়র ডাক্তাররা নিজ নিজ ওয়ার্ডে চিকিৎসা সেবা চালিয়ে গেছেন। ফলে রোগীদের দুর্ভোগ কিছুটা কম হয়েছে। ইন্টার্নরা কাজে ফিরে এসেছে। হাসপাতালের চিকিৎসা সেবা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরছে।
এসজি