ঝিনাইদহে মৎস্য বিভাগের সোহেলের বিরুদ্ধে তদন্ত শুরু
মৎস্য বিভাগে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী সোহেল আহম্মেদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মন্ত্রণালয়।
বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর মৎস্য বিভাগ তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করার উদ্যোগ নিয়েছে। আগামী সোমবার (১০ অক্টোবর) মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের উপপরিচালক তোফাজ উদ্দীন ঝিনাইদহে আসছেন। তিনি ঝিনাইদহ জেলা মৎস্য কর্মকর্তার অফিসে সোহেল আহম্মেদের দুর্নীতি তদন্ত করতে ভুক্তভোগীদের বক্তব্য শুনবেন বলে জানা গেছে।
উল্লেখ্য ঠিকাদারি কাজ দেওয়ার নাম করে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা থেকে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে উপসহকারী প্রকৌশলী সোহেল আহম্মেদের বিরুদ্ধে। এ ছাড়া পুকুর খনন বাবদ অনেক এক্সকেভেটর (ভেকু) মালিক তার কাছে টাকা পাবেন বলে দাবি করেছেন। তার দুর্নীতির কারণে ঝিনাইদহ জেলা মৎস্য বিভাগ গত দুই বছর কোনো প্রকল্প গ্রহণ করতে পারেনি। এদিকে টাকা আদায়ে ব্যর্থ হয়ে ঝিনাইদহের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে চেক জালিয়াতির একাধিক মামলা করেছেন ঠিকাদারেরা।
ঝিনাইদহ জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন, হরিণাকুন্ডুর ইমারত হোসেন, হরিণাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের ঠিকাদার আব্দুল গনি, ঝিনাইদহ শহরের লিমা এন্টারপ্রাইজের মালিক আশরাফুল আলম মফিজ ও শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার তালহা এন্টারপ্রাইজের মালিকসহ ঝিনাইদহের এক সংসদ সদস্যের ভাতিজাও উপসহকারী প্রকৌশলী সোহেল আহম্মেদের কাছে টাকা দিয়ে ধরা খেয়েছেন। এ নিয়ে বিভিন্ন দৈনিকে খবর প্রকাশিত হলে মৎস্য অধিদপ্তর তদন্তের উদ্যোগ নেয়।
এসএন