জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
নির্ভুল জন্ম নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জয়পুরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোঃ আনোয়ার পারভেজ সভাপতিত্বে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ তরিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ শাহাজান আলী প্রমুখ।
এ আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এএজেড