প্রেমিককে নিয়ে স্বামীকে গলা কেটে হত্যা
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
কুষ্টিয়ায় আলোচিত মেজবা উদ্দিন সাব্বির (৩৯) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার বারখাদা মীরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া বাড়াদী উত্তরপাড়া এলাকার আতিউর রহমান ওরফে আতাই (৩০) ও নিহত মেজবা উদ্দিন সাব্বিরের দ্বিতীয় স্ত্রী কুষ্টিয়া লাহিনী বটতলা এলাকার রজনী খাতুন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইনসের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন আসামিরা। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মিরপুর উপজেলার বারইপাড়া ইউনিয়নের কবরবারিয়া এলাকার একটি বাঁশঝাড়ের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ডেগার (ছুরি) উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরও জানান, নিহত মেজবা উদ্দিন সাব্বিরের দ্বিতীয় স্ত্রী রজনী খাতুনের সঙ্গে আতাইয়ের অবৈধ সম্পর্ক ছিল। বিষয়টি সাব্বির জেনে যাওয়া এবং পরকীয়ায় বাধা দেওয়ায় তাদের পারিবারিক ঝামেলার সৃষ্টি হয়। এরই জের ধরে গত ৩ অক্টোবর ভোর ৪টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে আড়ুয়াপাড়া ছোট ওয়ার্লেস গেট সংলগ্ন নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাব্বিরকে রজনী খাতুনের সহযোগিতায় গলা কেটে হত্যা করে আতাই।
এর আগে গত ৪ অক্টোবর এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সাব্বিরের বোন রাবেয়া খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এসজি
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)