পূজা উপলক্ষে ঈশ্বরগঞ্জে ফ্রি হাট
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় 'মুক্তির বন্ধন ফাউন্ডেশন' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের জন্য পূজোর ফ্রি হাটের ব্যবস্থা করেছে।
সংগঠনটি সমাজের বিত্তবানদের মাধ্যমে ফান্ড সংগ্রহ করে অসহায়দের সেবা দিয়ে যাচ্ছে। প্রতিটি ধর্মীয় উৎসবে ফ্রি হাটের ব্যবস্থা করে আসছে সংগঠনটি। শনিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি হাটের উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সোয়াল।
অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত সমাজের অসহায় নিম্নবিত্ত পরিবারের জন্য মুক্তির বন্ধন ফাউন্ডেশনের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। পূজোর ফ্রি হাটে ৩০০ জনকে দেওয়া হয়েছে কাপড়, আলতা, চুড়ি, সিঁদুর, তেল, নারকেল, চিনিসহ বিভিন্ন প্রকার খাদ্য ও কসমেটিকস পণ্য। ফ্রিতে সেবা পেয়ে খুশি উপকারভোগী মানুষরা।
সুজন চন্দ্র নামের এক উপকারভোগী বলেন, পূজোর আগে আমরা এমন ফ্রি সেবা পেয়ে খুবই আনন্দিত।
আরেক উপকারভোগী মালতী রানি বলেন, পূজোর মধ্যে এমন উপহার পেয়ে সত্যিই আমি অনেক আনন্দিত এবং আপ্লুত।
বিদ্যা সিনহা নামে এক কিশোরী বলেন, ফ্রি হাটে নতুন জামা পেয়ে আমি অনেক খুশি। আমার খুবই ভালো লাগছে। পূজোই নতুন জামা পরে বান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়াব।
স্বেচ্ছাসেবী সোয়েল মিয়া বলেন, আমরা সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমাদের চাওয়া উৎসব সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সবাই উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।
ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সোয়াল বলেন, সমাজের দরিদ্র মানুষের সেবা করা মহৎ কাজ। মুক্তির বন্ধনের কাজকে আমি স্বাগত জানাই এবং এমন কাজ অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য মুক্তির বন্ধন ফাউন্ডেশনকে ধন্যবাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এমন উদ্যোগ খুবই কার্যকর। আমাদের সবার মাঝে সম্প্রীতির বন্ধন ছড়িয়ে পড়ুক এবং মুক্তির বন্ধন ফাউন্ডেশনের এমন মহৎ কাজ চলমান থাকুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহমেদ ভূইয়া, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাসিনুর রহমান প্রমুখ।
এসজি